সোমনাথ মুখোপাধ্যায় : রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ দায়ের হল লোকসভার স্পিকারের কাছে। পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এই অভিযোগ দায়ের করেছেন। বিধানসভার প্রশাসনে হস্তক্ষেপ করার চেষ্টার অভিযোগ উঠেছে রাজ্যপাল ধনকড়ের বিরুদ্ধে। প্রসঙ্গত গত কয়েকদিন ধরেই রাজ্যের ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব হয়েছেন রাজ্যপাল। এই নিয়ে দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাষ্ট্রপতির কাছে দরবারও করেছেন তিনি।
রাজ্যপাল বিধানসভার কাজে হস্তক্ষেপ করছেন। বিধানসভা থেকে কোনও বিল পাঠানো হলে সাক্ষর করছেন না রাজ্যপাল। উল্টে ফেরত পাঠিয়ে দিচ্ছেন সেই বিল। ধনকড়ের বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। লোকসভার স্পিকার ওম বিড়লা বিভিন্ন রাজ্যের স্পিকারদের নিয়ে বৈঠকে বসেছিলেন। সেই ভার্চুয়াল বৈঠকেই অভিযোগ করেছেন বিমানবাবু। এমনকি পশ্চিমবঙ্গের রাজ্যপাল সাংবিধানিক অধিকার লঙ্ঘন করছেন বলেও অভিযোগ উঠেছে এদিন।
0 Comments