শিল্পী মুখার্জী দে, শিলিগুড়ি: বলপূর্বক নাবালিকাকে যৌন ব্যবসায় নামানো, যুবতীদের যৌনপল্লীতে বিক্রিতে অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার করল শিলিগুড়ি পুলিশ। ধৃতের নাম উকিল মাহাতো ওরফে প্রদীপ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং শিলিগুড়ি থানার তরফে যৌথ অভিযান চালিয়ে উকিল কে গ্রেপ্তার করা হয়। খড়িবাড়ির কাছে বাংলা-বিহার সীমানায় আত্মগোপন করেছিল উকিল। শনিবার সন্ধ্যায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে শিলিগুড়ি এবং বাগডোগরা থানায় একাধিক মামলা রয়েছে। রবিবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে পুলিশ পুলিশ রিমান্ডের জন্য আবেদন করা হবে বলে জানা গেছে । ডেপুটি পুলিশ কমিশনার জয় টুডু বলেন, ‘দীর্ঘদিন ধরেই অভিযুক্তের খোঁজ চলছিল। এদিন যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।‘
0 Comments