ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

কি কারনে বলিউড ছাড়লেন রিয়া সেন?

                                                          সমকাল বাংলা :  রিয়া সেন নামের সঙ্গে জড়িয়ে রয়েছে শরীরী উষ্ণতা। রিয়া এবং রাইমা দুজনেই কমবেশি স্বল্প পোশাক এ ছবি তৈরি করে থাকেন। তা হলেও রাইমার থেকে রিয়া অনেকটা এগিয়ে। সেক্সি শব্দ টা যেন রিয়ার নামে সঙ্গেই খুব ভালো যায়।


মহানায়িকা সুচিত্রা সেনের উত্তরসূরি রিয়া সেন এবং রাইমা সেন। রিয়া সেন অনেকবার শরীর ঢাকা ছবি দেওয়ার পড়েও মন্তব্য জুটেছে 'মারাত্মক উষ্ণ' । শুধু সিনেমা নয় বলিউডে যে ক'টি ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি, সেখানেও তার নামের পাশে একই ট্যাগ।

রিয়া সেন মনে করেন অভিনয় দুনিয়া আসার আগেই তার গায়ে এই সেক্সি তকমা লেগেছিল। ১৬ বছর বয়সে যখন স্কুলে পড়তেন রিয়া তখনই তাকে এই শব্দটি শুনতে হয়েছিল।


খুব অল্প বয়সেই অভিনয় শুরু করেছেন তিনি। তখন তাকে যে পোশাক পড়তে বলা হতো সেই পোশাকেই পড়তেন। সে যত ছোট পোশাকে হোক না কেন। চড়ার রূপসজ্জা করতেন তিনি এতে যৌন আবেদন আরো জোরালো হয়ে উঠত।

রিয়া এই সময় বুঝতে পারছেন, ডজন ডজন ছবি করলেও হাতেগোনা কয়েকটি ছবি দর্শকদের প্রশংসা কেন পেয়েছিল। সবাই কেন বলতো রিয়া বাজে অভিনেত্রী।এই সময় তিনি উপলব্ধি করতে পারছেন, তার যৌন আবেদন মুলক ছবির কারণেই দর্শক তাকে অনেকটা দূরে সরিয়ে রেখেছেন। তিনি মনে করেন তিনি যেটা নন সেটাই জোর করে দিনের পর দিন পর্দায় ফুটিয়ে তুলেছেন।


রিয়া সেন যতবার বোঝাতে চেয়েছেন রিয়া সেন শরীরসর্বস্ব নয় কিছুতেই সেটা বোঝাতে পারেননি। সে কারণেই দর্শক মনে ছাপ ফেলেছে তার নিচু মানের ছবি। সে কারণেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন বলিউড থেকে নিজেকে সরিয়ে নেওয়ার।


 



Post a Comment

0 Comments