সোমনাথ মুখোপাধ্যায়, কলকাতা: উত্তরবঙ্গকে আলাদা রাজ্য বা কেন্দ্র শাসিত অঞ্চলে পরিণত করার দাবি ঘিরে সরগরম বঙ্গ রাজনীতি। বিজেপি বাংলা ভাগের বিরুদ্ধে, মঙ্গলবার স্পষ্ট জানিয়েছেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কিন্তু আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বারলা আলাদা রাজ্যের দাবি তুলেছেন। জঙ্গলমহল কে আলাদা রাজ্যে করার দাবি করেছেন, বিজেপির আরেক সাংসদ সৌমিত্র খাঁ। সেই প্রসঙ্গে দিলীপ বলেন, ‘বাংলা ভাগ হোক, বিজেপি তা কখনওই চায় না।
দিলীপ ঘোষ আরও বলেন, 'অনুন্নয়ন ও অত্যাচারের কারণে মানুষের মনে যে ক্ষোভ তৈরি হয়েছে, সেই জায়গা থেকে জনপ্রতিনিধি হিসেবে দলের কেউ কিছু বলে থাকতে পারেন। তবে সেটা কখনওই দলের বক্তব্য হতে পারে না।‘ জঙ্গলমহল প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি বলেন,এ প্রসঙ্গে দিলীপবাবু বলেন, ‘এরাজ্যে যাঁরাই ক্ষমতায় ছিলেন বা আছেন, তাঁরা উত্তরবঙ্গ বা জঙ্গলমহলের প্রকৃত উন্নয়নে নজর দেননি।‘
উত্তরবঙ্গ কে আলাদা রাজ্যের ঘোষণার দাবি পর, গোর্খাল্যান্ডের আন্দোলনকারীরাও সক্রিয় হতে শুরু করেছে। কোচ রাজবংশী সমাজের দীর্ঘদিনের দাবি গ্রেটার কুচবিহার বা কামতাপুর রাজ্যর দাবিও নতুন করে সামনে আসতে শুরু করেছে। বিজেপির অভ্যন্তরেই বাড়ছে বিরম্বনার গ্রাফ।
0 Comments