ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

"বেল বটম" চলচ্চিত্র মুক্তি পাচ্ছে আগামী মাসের শেষ সপ্তাহে

নিজস্ব প্রতিনিধি : সম্প্রতি অক্ষয় কুমার সামাজিক মাধ্যমে জানিয়েছেন তার অভিনীত স্পাই থ্রিলার "বেল বটম ' "Bell Bottom"  মুক্তি পেতে যাচ্ছে আগামী মাসে।  তিনি সামাজিক মাধ্যমে আরও জানিয়েছেন 'আগামী মাসে চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার পরে সেটি হিট হতে চলেছে। আমি জানি আপনারা ধৈর্য ধরে "বেল বটম" এর জন্য অপেক্ষা করছেন। অবশেষে ফিল্মের মুক্তি ঘোষণা জানাতে পেরে আমি খুশি হয়েছি।" আগামী ২৭ জুলাই বড় পর্দায় দেখা যাবে 'বেল বটম" চলচ্চিত্রটি। 

চলচ্চিত্রটি পরিচালনা করেছেন রঞ্জিত এম তিয়াওরি । চলচ্চিত্রটি হাজার ১৯৮০ এর দশকের গুপ্তচরবৃত্তির ঘটনায় নিয়ে তৈরি।

এই চলচ্চিত্রে অক্ষয়ের বিপরীতে শীর্ষ স্থানীয় মহিলা চরিত্রে অভিনয় করছেন ভানি কাপুর। অক্ষয় এবং ভানি কাপুর ছাড়াও 'বেল বটম' চলচ্চিত্রে অভিনয় করেছে, হুমা কুরেশি লারা দত্ত।

বিশ্বে করোনা নামক মরণব্যাধির কারণে অধিকাংশ কাজ স্থগিত হয়ে গেছে। কিন্তু এই মহামারীর মধ্যেই সিনেমাটির শুটিংয়ের কাজ শুরু হয়েছিল এবং মহামারীর মধ্যেই শুটিংয়ের কাজ শেষ হয়েছে। স্কটল্যান্ডে সিনেমাটির শুটিং হয়েছে।

অভিনেতা অভিনেত্রীদের বক্তব্য, এই করোণা মহামারীর মধ্যেও শুটিং করার সময় মজাও যেমন হয়েছে তেমনি একটা আলাদা অভিজ্ঞতাও হয়েছে। চলমান মহামারী নিয়ে চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও দলটি চিত্রগ্রহণের সময় এবং সমস্ত শুটিংয়ের কাজ অভিজ্ঞতার সঙ্গে সম্পন্ন করতে পেরেছে। তার জন্য কলাকৌশলীদের সমস্ত ক্রেডিট দিয়েছেন তিনি।

Post a Comment

0 Comments