ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

উত্তরবঙ্গ কে ভাগ করতে চায় বিজেপি : তৃণমূল

 


বেশ কয়েকদিন ধরেই উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি সামনে আসছে। তৃণমূলের অভিযোগ, এমন দাবিতে মদত দিচ্ছে বিজেপি। শনিবার বিজেপির কড়া সমালোচনা করল জলপাইগুড়ি জেলা তৃণমূল নেতৃত্ব।

 জলপাইগুড়ির গুরজংজোড়া ভবনে এক সাংবাদিক সম্মেলন করেন তৃণমূল নেতৃত্ব। পশ্চিমবঙ্গ থেকে উত্তরবঙ্গ কে আলাদা করার  তীব্র প্রতিবাদ জানালেন জেলা তৃণমূল সভাপতি কৃষ্ণ কুমার কল্যাণী। তিনি বলেন, ব্যাক ডোর বা পেছনের দরজা দিয়ে ঢোকার চেষ্টা করছে বিজেপি।  এদিন তিনি, বিজেপির দাবির খতিয়ান তুলে ধরে এর চরম বিরোধীতা করেন। তিনি বলেন,  উন্নয়নের কথা যদি ওঠেই,  " উন্নয়ন কি কি হয়নি তা বের করে দেখাক বিজেপি।"

 এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, ধূপগুড়ির প্রাক্তন বিধায়ক মিতালী রায় সহ তৃনোমূলের অন্যান্য নেতা ও কর্মীরা।

Post a Comment

0 Comments