নিজস্ব প্রতিনিধি : করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে মেট্রো পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। সংক্রমণ এর মাত্রা কিছুটা কমার কারণে নতুন করে মেট্রোর বিশেষ পরিষেবা চালু করতে চলেছে মেট্রো কর্তৃপক্ষ। সোমবার থেকে চালু হচ্ছে বিশেষ মেট্রো রেল পরিষেবা। আপ এবং ডাউন মিলিয়ে চল্লিশটি ট্রেন চলবে প্রতিদিন। উল্লেখ্য এই পরিষেবা শুধু জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরাই পাবেন।
জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের জন্য এতদিন বারোটি মেট্রো চালানো হতো । ক্রমশ চাহিদা বাড়তে থাকায় এবার মেট্রো সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিল মেট্রো কর্তৃপক্ষ। মেট্রো কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে আগামী সোমবার থেকে দক্ষিনেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত আপ এবং ডাউন মিলিয়ে চল্লিশটি ট্রেন চালাবে তারা। এতদিন পর্যন্ত দমদম থেকে বিশেষ পরিবেশে বা চালু ছিল কবি সুভাষ পর্যন্ত।
কোন কোন ক্ষেত্রের কর্মীরা এই বিশেষ সুবিধা পাবেন - স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, পশুচিকিৎসার সঙ্গে জড়িত কর্মীরা , আদালতের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কর্মীরা, বিদ্যুৎ পরিষেবা সঙ্গে যুক্ত কর্মীরা , পানীয় জল, ব্যাংক, সামাজিক ওয়েলফেয়ার হোম, সংশোধনাগার ,টেলিকম পরিষেবা দমকল বিপর্যয় মোকাবিলা দপ্তর, সানিটাইজেশন, বীমা, সংবাদমাধ্যম, নিকাশি ব্যবস্থার জন্য জড়িত কর্মীরা মেট্রোয় যাতায়াত করতে পারবেন। একইসঙ্গে শ্মশান যাত্রা বিশেষ মেট্রো যাতায়াত করতে পারবেন। কিন্তু প্রত্যেককে দেখাতে হবে নির্দিষ্ট ক্ষেত্রের পরিচয় পত্র। সবক্ষেত্রেই কোভিড প্রটোকল মেনেই যাত্রীদের যাতায়াত করতে হবে মেট্রোরেলে।
0 Comments