ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

রেললাইনে ধ্বস, মৃত ২ আহত ৫

 


বিমল রাই, দার্জিলিং: সেবক-রংপো রুটের ভালুখোলার কাছে রেললাইনের কাজ চলাকালীন টানেলে নামল ধস। মাটি চাপা পড়ে মৃত্যু হল ২ শ্রমিকের, আহত আরো ৫ শ্রমিক। জানা গিয়েছে,এঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের চিকিৎসা চলছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে। বাকি তিন আহত শ্রমিক কালিম্পং জেলা হাসপাতালে ভর্তি। দুর্ঘটনার পর কাজ বন্ধ রাখা হয়েছে। মৃতরা সকলেই স্থানীয় বাসিন্দা।

 সূত্রের খবর, সেবক থেকে রংপো পর্যন্ত রেললাইন পাতার কাজ চলছে । রাতেও কাজ চলছিল টানেলে। বৃহস্পতিবার রাতে রংপোর কাছে ভালুখোলায় কাজ করছিলেন ৭ শ্রমিক। পাহাড়ে বৃষ্টির জন্য এমনিতেই মাটি আলগা ছিল, আচমকাই টানেলে ধস নামে। ভূগর্ভ থেকে বেরতে পারেননি কর্মরত শ্রমিকরা। মাটি চাপা পড়ে সেখানেই ২ শ্রমিকের মৃত্যু হয়। আহত হন ৫ জন। তাঁদের উদ্ধার করে কালিম্পং জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ২ জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

Post a Comment

0 Comments