নিজস্ব প্রতিনিধি : প্রায় একশত ৭৫ বছর পুরনো মন্দির থেকে চুরি গেছে করাক লক্ষ টাকার সোনার গহনা। রাতের অন্ধকারে চুরি করে পালায় চোর।
কাঁকুড়গাছির প্রায় ১৭৫ বছরের পুরনো মন্দির রানী মন্দির ।সোমবার রাতে মন্দির অন্যান্য দিনের মতো বন্ধ করা হয়েছিল। মন্দিরের পুরোহিত প্রতিদিনের মতো নিয়ম করে পূজা-অর্চনা শেষ করে মন্দিরের সদর দরজায় তালা বন্ধ করে বেরিয়ে যান। রাতের অন্ধকারে চোর মায়ের অলংকার চুরি করে পালায়। মন্দির কর্তৃপক্ষের দাবি, চোর মুখ ঢেকে মন্দির চত্বরে ঢুকে মায়ের সমস্ত গহনা নিয়ে পালিয়ে যায়। মন্দিরের বাইরে পাইপ বেয়ে ভেতরে ঢোকে। সিসিটিভি ফুটেজ সেই ছবি ধরা পড়েছে বলে মন্দির কর্তৃপক্ষের দাবি। তাদের দাবি চোর একজন মুখ ঢেকে ভিতরে প্রবেশ করে এবং সমস্ত মায়ের গহনা নিয়ে পালিয়ে যায়।
আজ সকালে মন্দিরে প্রতিদিনের মতো নিয়মিত পূজা-অর্চনা করার জন্য মন্দিরের পুরোহিত যখন আসেন, তখন এই ঘটনা দেখেন তিনি। স্থানীয় লোকজন এসে জড়ো হয় খবর দেন মন্দিরের ট্রাস্টি বোর্ডের সদস্য দের। মন্দির কর্তৃপক্ষের দাবি এবং রুপোর গহনা মিলিয়ে প্রায় কুড়ি থেকে ২৫ লক্ষ টাকার গহনা চুরি গেছে।এ নিয়ে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।
মন্দির কর্তৃপক্ষ ফুলবাগান থানাকে খবর দেয়। গান থানা পুলিশ ঘটনাস্থলে এসে সরেজমিনে তদন্ত শুরু করেছেন। সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখছেন তারা।
0 Comments