ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

আর্জেন্তিনা ম্যাচের আগে মারাদোনাকে শ্রদ্ধা

 




নিলটন স্যান্টোস স্টেডিয়ামে (Nilton Santos stadium) সোমবার রাতে কোপা অভিযান শুরু করে লিওনেল মেসির আর্জেন্তিনাArgentina৷ তবে তার আগে রিও ডি জেনেইরো-র (Rio de Janeiro) এই স্টেডিয়ামে প্রয়াত আর্জেন্তিনা (Argentina) তথা বিশ্বফুটবলের কিংবদন্তি দিয়েগো আর্মান্দো মারাদোনাকে (Diego Maradona) শ্রদ্ধা জানাল লাতিন আমেরিকা ফুটবল নিয়ামক সংস্থা কনমেবল (CONMEBOL)৷     



২০২০ সালে ২৫ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে ৬০ বছর বয়সে প্রয়াত হয়েছেন কিংবদন্তি ফুটবলার মারাদোনা৷ প্রয়াত কিংবদন্তিকে আগে শ্রদ্ধা জানিয়েছিল আর্জেন্তিনা ফুটবল দল৷ চিলির (Chile) বিরুদ্ধে ২০২২ কাতার ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ার ম্যাচের আগেই মূর্তি উন্মোচন করে মারাদোনাকে জানানো হয়েছিল৷ সোমবারও কোপা আমেরিকাতেও সেই চিলির বিরুদ্ধে আর্জেন্তিনা ম্যাচের আগে কিংবদন্তিকে শ্রদ্ধা জানানো হয়৷  আর্জেন্তিনা ও চিলি ম্যাচের আগে মাঠে এই কিংবদন্তিতে শ্রদ্ধা জানানো হয়৷ তবে ‘ফুটবল ঈশ্বর’-কে শ্রদ্ধা জানাতে নিলটন স্যান্টোস স্টেডিয়ামে উপস্থিত ছিলেন না কোনও ফুটবল ফ্যান৷ মাঠে লাইট ও প্রোজেকশনের মাধ্যমে আর্জেন্তাইন গ্রেট’কে শ্রদ্ধা জানানো হয় কনমেবল (CONMEBOL)-এর তরফে৷ সাউন্ডট্র্যাকে বাজানো হয় Opus-এর “Live is Life”. ১৯৮৯ সালে উয়েফা কাপ সেমিফাইনালে (UEFA Cup semifinal) নাপোলি-বায়ার্ন মিউনিখ (Bayern Munich) ম্যাচের আগে মারাদোনাকে ওয়েলকাম জানাতে এই গানটা বাজানো হয়েছিল৷     




তিন মিনিটের এই ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করা হয়৷ ভিডিওটি-তে দেখা যায় মারাদোনা কিক করছেন৷ তবে একই সঙ্গে তাঁর জার্সির রং চেঞ্জ হচ্ছে৷ কেরিয়ারে এই কিংবদন্তি যে সব ক্লাবের জার্সি গায়ে খেলেছেন এবং দেশের জার্সিতে শট মারছেন৷ আর্জেন্তিনার এই গ্রেট তাঁর কেরিয়ারে খেলেছিলেন আর্জেন্তিনোস জুনিয়র্স, বোকা জুনিয়র্স (Boca Juniors), বার্সেলোনা (Barcelona), নাপোলি (Napoli), সেভিয়া (Sevilla), নিউওয়েল’ ওল্ড বয়েজ এবং আর্জেন্তিনা (Argentina)৷  পাশাপাশি তুলে ধরা হয় ১৯৮৬ বিশ্বকাপে মেক্সিকো প্রেসিডেন্টের হাতে ট্রফি নেওয়ার দৃশ্যও তুলে ধরে হয়৷ এই বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে মারাদোনার গোলের মুহূর্ত তুলে ধরা হয়৷ তারপর CONMEBOL-এর তরফে এক বিবৃতিতে জানানো হয়, “We are paying our respects to one of the greatest players in history.” গত বছর মারাদোনা মারা যাওয়ার পর আর্জেন্তাইন কিংবদন্তিকে “the greatest ever” বলে অ্যাখ্যা দেওয়া হয়েছিল৷

Post a Comment

0 Comments