নিজস্ব প্রতিনিধি : পুজোর আগেই নিয়োগ করা হবে প্রাথমিক শিক্ষকদের । প্রায় দশ হাজার পাঁচশো শিক্ষক পুজোর আগেই নিয়োগপত্র হাতে পাবে।এমনটাই সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।
মঙ্গলবার প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ড. মানিক ভট্টাচার্য সাংবাদিক সম্মেলন করে জানান, মুখ্যমন্ত্রী ঘোষণা করছিলেন পুজোর আগে প্রাথমিক শিক্ষক নিয়োগ করবে রাজ্য সরকার । সেই নির্দেশানুসারে প্রাথমিক শিক্ষক পর্ষদ মঙ্গলবার বৈঠকে সমস্ত দিক পর্যালোচনা করে সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শেষ হবে পুজোর আগেই । তার জন্য সমস্ত রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। রাজ্য প্রশাসনের সঙ্গেও আলোচনা করা হয়েছে। যাতে নিয়োগ প্রক্রিয়ায় কোন রকম প্রতিবন্ধকতা তৈরি না হয় । সোমবার এই বিষয় নিয়ে শিক্ষা মন্ত্রী ও শিক্ষা সচিবের সঙ্গে বৈঠক হয় পর্ষদ সভাপতির ।
তিনি আরও জানান , সেপ্টেম্বরের শেষের মধ্যে নিয়োগ পক্রিয়া শেষ করা হবে।" নির্বাচনের আগে ৫৬৫৬ জনকে নিয়োগপত্র দেওয়া হয়েছিল তাদের মধ্যে ৫১৪৬ জন যোগদান করেছে। এছাড়াও নতুন জাদে নিয়োগ দেওয়া দেওয়া হবে তাদের আগামী মঙ্গলবার কাউন্সিলিংয়ের নির্ঘণ্ট প্রকাশ করে জানিয়ে দেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। কাউন্সিলিং- এর পর নিজ জেলা ভিত্তিক যে সূচী সেটা তৈরি করা হবে এবং তারপরই নিয়োগ পত্র হাতে তুলে দেওয়া হবে ।
২০১৪ সালের টেট পরীক্ষায় ৩১৫০০ জন টেট পাশ করেছিলেন এবং যারা প্রশিক্ষন নিয়েছেন তাদের মধ্যে থেকে এই নিয়োগ করা হচ্ছে। এছাড়াও এই বছরের টেট পরীক্ষার ফল প্রকাশ করা হবে পুজোর আগে জানান পর্ষদ সভাপতি। । এই বছরের জানুয়ারি মাসে ২.৫ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল । তিনি আরও জানান, রেজাল্ট বেরোনোর আগে পরীক্ষার উত্তর পত্র পর্ষদের ওয়েব সাইটে প্রকাশ করা হবে যাতে পর্ষদের স্বচ্ছতা প্রকাশ পায়। এটি প্রাথমিক শিক্ষা পর্ষদের নয়া সংযোজন বলে জানান পর্ষদ সভাপতি ড: মানিক ভট্টাচর্য্য।
0 Comments