নিজস্ব প্রতিনিধি : আবারও বিটাউনে তারকা পতন, অকালেই চলে গেলেন পরিচালক তথা প্রযোজক রাজ কৌশল। বুধবার সকালেই পরিবার সূত্রে খবর আসে প্রকাশ্যে। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজ কৌশল। সোশ্যাল মিডিয়ায় টুইট করে পরিচালক অনির শোকজ্ঞাপন করেন, জানান- বড্ড তাড়াতাড়ি চলে গেলেন, তাঁর প্রথম ছবির প্রযোজনাই করেছিলেন রাজ কৌশল। ছবির নাম মাই ব্রাদার নিখিল।
পরিবারে দুই সন্তান, মন্দিরার জীবনে অকালে নেমে এলো শোকের ছায়া। সোশ্যাল মিডিয়ার পাতায় মুহূর্তে ছড়িয়ে পড়ে এই খবর, পোস্ট ঘিরে ট্রেন্ডে উঠে আসে রাজ কৌশলের নাম। বিজ্ঞাপন থেকে শুরু করে ছবি, পরিচালনা ও প্রযোজনা করে বলিউডে নিজের স্থান পাকা করেছিলেন তিনি। আজ সেই সফরে ইতি টেনে মৃত্যুর কোলে ঢোলে পড়লেন রাজ।
0 Comments