বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত শহরে ভারী বৃষ্টিপাত হয়েছে। যার কারণে কলকাতার সমস্ত অঞ্চল ভাসছে বৃষ্টির জলে। শহরের উত্তর থেকে দক্ষিণ জল থৈ থৈ সর্বত্র। বেহালা, খিদিরপুর, আর্মহার্স্ট স্ট্রীট বিবি গাঙ্গুলী স্ট্রিট ঠনঠনিয়া সেন্ট্রাল এভিনিউ মুক্তারাম বাবু স্ট্রিট গিরিশ পার্ক কালীঘাট যাদবপুর ঢাকুরিয়া বাইপাস লাগোয়া আনন্দপুর পঞ্চান্ন গ্রাম সহ বহু অঞ্চল জলে ভাসছে।
নিচু এলাকা যেমন জলের তলায় চলে গেছে তেমনি উঁচু এলাকায়ও এবার জল জমেছে। শহরের একাধিক অভিজাত ও অবসানেও ঢুকে পড়েছে জল।
কলকাতা শহরের একটু নিচু অঞ্চলে যারা বসবাস করেন তাদের অধিকাংশ বাড়িতে জল ঢুকে পড়েছ। একদিকে করোনার দাপাদাপি অন্যদিকে ঘরে ঢুকে পড়েছে জল। দুই নিয়ে মানুষ এখন আরও সমস্যায় পড়েছে।
একদিকে প্রতিনিয়ত মানুষ ঘরের বাইরে না বের হতে পারায় আর্থিক সংকটে ভুগছে। তার ওপর দিন আনা দিন খাওয়া মানুষদের ঘরে জল ঢুকে যাওয়ায় সমস্যায় পড়েছে আরও বেশি। কারণ তাদের সমস্ত সহায় সম্বল বৃষ্টির জলে ডুবে গেছে ।
আবহাওয়া অফিস সূত্রে খবর, বুধবার রাত 12 টা থেকে বৃহস্পতিবার সকাল নটা পর্যন্ত শহরে ভারী বৃষ্টিপাত হয়েছে। ইতিমধ্যেই আলিপুরের বিএসএনএল লক গেট খুলে দেওয়া হয়েছে নিকাশের জন্য। কলকাতা পুরসভার তরফ থেকে জানানো হয়েছে জল নামাতে বেশ কিছুটা সময় লাগবে।
কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলগুলোর চিত্র ও একই রকম । বারুইপুর সোনারপুর রাজপুর এবং হাওড়া দমদম উলুবেড়িয়া জল জমেছে সর্বত্রই।
0 Comments