ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

ফি বছর রথযাত্রা অনিশ্চয়তা

 

শিল্পী মুখার্জি দে,জলপাইগুড়ি: রথযাত্রা নিয়ে অনিশ্চয়তা জলপাইগুড়িতে। আগামী জুলাই মাসে রয়েছে রথযাত্রা। কিন্তু এই বড় অনুষ্ঠান এবারও হবে কিনা তা এখনই বলা যাচ্ছে না। জলপাইগুড়ি গৌড়ীয় মঠের  পক্ষে শ্রী অনন্ত রাম দাস বলেন, প্রতিবছরই রথযাত্রার অনুষ্ঠান অনুষ্ঠিত হলেও গত বছর থেকে করোনা জনিত কারণে সব বন্ধ রয়েছে। তবুও ঘরোয়াভাবে অনুষ্ঠানটি হলেও জনসমাগম একেবারেই হয় না। যেহেতু প্রশাসনের সে ধরনের নির্দেশ এখনও নেই অনুষ্ঠানটি করা নিয়ে, তাই এ বছরও রথ যাত্রার বিষয়ে কিছু বলা সম্ভব নয় বলে জানান তিনি।

জলপাইগুড়ি ওল্ড পুলিশ লাইন এলাকার এই  গৌড়ীয় মঠের রথ যাত্রা জাঁকজমকভাবেই করা হতো প্রতিবছর। করোনা জনিত সমস্যার কারণে অনুষ্ঠান বন্ধ রয়েছে। আগামীতে প্রশাসনিক নির্দেশিকা না আসা পর্যন্ত রথ যাত্রার নিয়ে এখন কিছুই বলা যাচ্ছে না বলে জানান মঠ কর্তৃপক্ষ।

Post a Comment

0 Comments