ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

রবিবার পর্যন্ত রাজ্যে হবে একটানা বৃষ্টি, জামাজালে বাড়বে ভোগান্তি

 

নিজস্ব প্রতিনিধি : কলকাতা : কয়েকদিন ধরে ভারী  বৃষ্টির কারণে কলকাতার বেশ কিছু জায়গায় ইতিমধ্যেই জল জমে রয়েছে। তিন দিনের বৃষ্টিতে কলকাতার কিছু মানুষের জীবন ওষ্ঠাগত। একদিকে করোনা নামক মহামারীর কারণে প্রায় দেড় মাস ঘরবন্দি। তার উপর ভারী বৃষ্টির খাড়া । দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস কিনতে হলেও রীতিমতো হিমশিম খেতে হচ্ছে তাদের। ঘর থেকে বের হয়ে বাজার পর্যন্ত যাওয়া দুঃসাধ্য হয়ে পড়েছে তাদের কাছে।

নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের জোড়া ধাক্কায় বৃষ্টি হবে আগামী রবিবার পর্যন্ত। আবহাওয়া দপ্তর জানিয়েছে রাজ্যবাসী এখনই বৃষ্টির থেকে রেহাই পাচ্ছে না।  উত্তর প্রদেশ বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে নিম্নচাপ অক্ষরেখা। অপরদিকে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ওপর রয়েছে ঘূর্ণাবর্ত। জোড়া ধাক্কায় শনিবার ও রবিবার আকাশ মেঘলা থাকবে। সারাদিনই প্রায় হালকা থেকে মাঝারি আবার কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

রবিবার পর্যন্ত উত্তর ও দক্ষিণ বঙ্গের চলবে বৃষ্টি। ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কোচবিহার, মালদহ, দুই দিনাজপুর, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম, বর্ধমান এবং বীরভূমে।

টানা বৃষ্টির কারণে বাড়তে পারে একাধিক জলাধার ও নদীর জল স্তর। শনিবার ও রবিবার মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে।

Post a Comment

0 Comments