শিল্পী মুখার্জী দে, জলপাইগুড়ি: নির্মীয়মান সেপটিক ট্যাঙ্কে কাজ করতে গিয়ে মৃত্যু হল দুই শ্রমিকের। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি কোতয়ালি থানার অন্তর্গত কালিয়াগঞ্জ এর নাঠুয়াপাড়া এলাকায়। সূত্রের খবর, সেপটিক ট্যাঙ্কের সাটারিং খুলতে গিয়েই বিপত্তি ঘাটে । সাটারিং খুলতে একজন প্রথমে নামে সেপটিক ট্যাঙ্কে। সে উঠছে না দেখে তাকে উদ্ধার করতে একে একে চারজন নামে ট্যাঙ্কের ভিতরে।
তড়িঘড়ি তাদের উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে। চিকিৎসকরা দুজনকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তিরা হলেন আলিম মহম্মদ (৩১) এবং অনন্ত রায় (২৪)। আলিম পাতকাটা নাউয়া পাড়ার বাসিন্দা এবং অনন্তর বাড়ি নাঠুয়াপাড়ায়। ঘটনায় অসুস্থ হয়েছে রহিম মহম্মদ এবং বিপুল রায় নামে আরও দুই যুবক। তাদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা চলছে।
0 Comments