গত কয়েকদিন ধরেই পেট্রোল ও ডিজেলের দাম ক্রমাগত বেড়ে চলেছে। কলকাতার বুকে তা একশো ছুঁই ছুঁই। এই পরিস্থিতিতে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে নানা প্রতিবাদ। পাল্লা দিয়ে বাড়ছে জিনিসের দামও, কোথায় গিয়ে ঠেকেছে পেট্রোল মূল্য।
কলকাতা এখনও সেঞ্চুরি করতে না পারলেও ইতিমধ্যেই সেঞ্চুরি করে ফেলেছে রাজ্যের একাধিক জেলা। কয়েকদিন আগেই দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, পুরুলিয়া, নদীয়ায় ১০০ ছুঁয়েছে পেট্রোলের দাম।কলকাতার পাশাপাশি সেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে দিল্লিতে পেট্রোলের দাম। আজ সেখানে লিটার প্রতি পেট্রোলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৯৯ টাকা ৮৬ পয়সা। আর ডিজেলের দাম ৮৯ টাকা ৩৬ পয়সা।
ইতিমধ্যেই চেন্নাই, মুম্বই, বেঙ্গালুরু, হায়দরাবাদ ও পুনেতে পেট্রোলের দাম ১০০ পার করেছে। মুম্বইয়ে লিটার প্রতি পেট্রোলের দাম বেড়ে দাঁড়িয়েছে ১০৫ টাকা ৯২ পয়সা। আর ডিজেলের দাম ৯৬ টাকা ৯১ পয়সা। চেন্নাইতে আজ লিটার প্রতি পেট্রোলের দাম বেড়ে দাঁড়িয়েছে ১০০ টাকা ৭৮ পয়সা। ডিজেলের দাম ৯৩ টাকা ৯৪ পয়সা।
এছাড়া আগেই পেট্রোলের দাম ১০০ পার করেছে রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তেলাঙ্গানা, কর্নাটক, ওড়িশা, তামিলনাড়ু, কেরালা, বিহার, পঞ্জাবে।
0 Comments