নিজস্ব প্রতিনিধি : শহর কলকাতার বুকে জাঁকিয়ে বসেছিল জাল ভ্যাকসিনের সেন্টার। একের পর এক মানুষ সেখানে এসে নাম লিখিয়ে দস্তুর মত নিয়েছেন ভ্যাকসিন। সেই তালিকা থেকে বাদ পড়েননি মিমি চক্রবর্তীও। তবে খটকা লাগে একটা বিষয়, ভ্যাকসিন নিলেও মিলছিল না সঠিক কাগজপত্র। ফোনে আসছিল না কোনও মেসেজ। এরপরই রহস্য উদঘাটন পালা।
সামনে উঠে এলো ভুয়ো ভ্যাকসিন সেন্টার নিয়ে একাধিক তথ্য। যা শরীরে প্রবেশ করেছে সকলের, তার ফলে ছিক কি কি সাইডএফেক্ট হতে পারে তা নিয়েই মাথার ঘাম পায়ে পড়ছিল সাধারণের। ঠিক একই কারণে প্যানিক অ্যাটাকের শিকার হয়েছিলেন মিমি চক্রবর্তী। এরপরই অসুস্থ হয়ে পড়েন সাংসদ তথা অভিনেত্রী। বেশ কয়েকদিন পর সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন স্বাস্থ্য নিয়ে।
মিমি চক্রবর্তী লিখলেন, খারাপ দিন কাকে বলে সে সময় চাক্ষুষ করেছেন তিনি। ভুয়ো ভ্যাকসিন-এর জের শরীর ও মন দুইয়ের উপরে পড়েছিল। তবে এখন তিনি বেশ খানিকটা সুস্থ আছেন। ভক্তদের প্রার্থনা শুভকামনা ও ডাক্তারের চিকিৎসা সব মিলিয়ে বিপদ কাটিয়েছেন মিমি চক্রবর্তী। তবে কলকাতার বুকে কিভাবে রমরমিয়ে চলছে লো এই জাল ব্যবসা, তা নিয়ে তোলপাড় এখন শহরতলী।
0 Comments