ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

আবার সামনে এলো করিনার প্রেগনেন্সির খবর, মুহূর্তে ভাইরাল বেবো

 


কেরিয়ার নিয়ে কোনও দিনই আপোশ করতে রাজি ছিলেন না করিনা কাপুর। বরাবরই তিনি একটা বিষয় নজরে রাখতেন, ব্যালন্স লাইফস্টাইল। একের পর এক ছবি যেমন একাধারে করে গিয়েছেন, দিয়েছেন একের পর এক হিট ছবি উপহার, ঠিক তেমনই বেবো পরিবার নিয়েও কোনও সিদ্ধান্ত নিতে পিছু পা হননি। 

এবার তাই সেই বিষয় নিয়ে নয়া চর্চা বিটাউনে। বেবো কি তৃতীয়বার মা হতে চলেছেন! সদ্য দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন তিনি। এরই মাঝে তৃতীয়বার প্রেগনেন্সি নিয়ে হাজির করিনা! বিষয়টা ঠিক কেমন! মুহূর্তে ভাইরাল হওয়া এই খবর আর কিছই নয়, করিনার কেরিয়ারে নতুন সংযোজন। তিনি এবার কলম ধরলেন। 

বরাবরই করিনা নিজের ফিগার নিয়ে সচেতন। পাশাপাশি তিনি কেরিয়ারেও কোনো রকমের ঝুঁকি নিতে পছন্দ করেন না। তাহলে সেই মানুষটি কীভাবে তৃতীয়বারের জন্য এমন সিদ্ধান্ত নিলে! না, এই প্রেগনেন্সি তাঁর জীবনের গল্প। তাঁর লেখা নতুন বই। যা শীঘ্রই আসতে চবেছে বাজারে। সেই খবর শেয়ার করতেই এবার সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ তিনি। 

Post a Comment

0 Comments