ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

লাল রঙা সুন্দর ঠোঁট চান! এই ঘরোয়া টিপসেই তাক লাগান

 Female_lip

রোজ পার্লারে গিয়ে নিজেকে সুন্দর করে তুলতে ব্যস্ত, কিন্তু এই সুন্দরতাকে পরিপূর্ণ করে তোলে যে ঠোঁট, তাকেই আমরা ভুলে গিয়ে দীর্ঘদিন ধরে অবহেলা করে চলি, যার ফলে ঠোঁটের মধ্যে নানা ধরনের সমস্যা দেখা যায়, যেমন-_ শুকনো খসখসে ঠোঁট, ঠোঁট ফাটা ও রক্ত পড়া, ঠোঁটের রঙ পরিবর্তন হয়ে যাওয়া, যেগুলি আমাদের হাসি তথা সুন্দর মুখমণ্ডলের পরিপন্থী হয়ে ওঠে তাই যদি রোজ একটু নিয়ম করে ঠোঁটের যত্ন নেওয়া যায়, তাহলে আপনার ঠৌটও স্বচ্ছন্দে আপনার আনন্দে আপনার সাথী হতে পারবে।


ঠোঁটের রোগ
  • ঠোঁটে যে ধরনের রোগ দেখতে পাওয়া যায়, তারমধ্যে অন্যতম হল জ্বর ঠোসা;
  • ইনফ্ল্যামেশনের জন্য ঠোঁট ফেটে যাওয়া;
  • ভিটামিন-এর অভাবে ঠোঁটের দুই কোণে ঘা হওয়া;
  • বিভিন্ন ধরনের ইনফেকশন হয়ে থাকে;
  • ছোট ছোট মিউকাস সিস্ট হতে পারে;
  • গ্ল্যান্ড প্রমিনেন্ট বা ঠোঁটে হলুদ রঙের পোস্তর দানার মতো গ্ল্যান্ড দেখতে পাওয়া যায়;
  • অত্যধিক চা খাওয়ার ফলে ঠোঁটের রঙ কালো হয়ে যায়, যাকে বলে নিকোটিন স্টেনিন;
  • এছাড়াও দীর্ঘদিন ধরে ওষুধ খাওয়ার ফলে ঠোঁটের রঙের পরিবর্তন ঘটে;
ঘরোয়া পদ্ধতি
  • ঠোঁটের তৈলগ্রন্থিগুলোকে সক্রিয় রাখতে প্রতিদিন নিয়মিতভাবে ময়শ্চারাইজার লাগানো উচিত;
  • বাড়ি থেকে রোদে বেরোনোর সময় সানস্ ক্রিম লাগিয়ে বেরোনো উচিত;
  • ঘি, মাখন, নারকেল তেল লাগালে ঠোঁট নরম থাকে, যার ফলে ড্রাই ঠোঁট, চুলকানি, খসখসে ভাব থেকে রক্ষা পাওয়া যায়;
  • যদি জ্বর ঠোসা হয়, তাহলে মারকিউরিক্রোম বা বোরোলিন লাগানো উচিত।

Post a Comment

0 Comments