ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

পুত্র সন্তানের জন্ম দিলেন দিয়া মির্জা


কয়েকদিন আগেই বিয়ের সেরেছিলেন দিয়া মির্জা। তার কয়েকদিনের মধ্যেই তিনি খবর দেন অন্তঃসত্ত্বা হওয়ার। এবার তাঁদের ঘর আলো করে এলো এক পুত্র সন্তান। সেই খবরই তিনি শেয়ার করে নিলেন সোশ্যাল মিডিয়ায়। 

দিয়া মির্জা ও তাঁর স্বামী বৈভব রেখি স্বাগত জানালেন তাঁদের প্রথম পুত্র সন্তানকে। অভিনেত্রী নিজে সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছেন। দিয়া তাঁর সকল শুভানুধ্যায়ী ও ভক্তদের তাঁদের এই অভিভাবক হওয়ার সফরে সমর্থন করার জন্য ধন্যবাদও জানান। ইতিমধ্যেই দিয়া ও বৈভব তাঁদের ছোট্ট চ্যাম্পের নামও ঠিক করে ফেলেছেন, তাঁদের ছেলের নাম তাঁরা রেখেছেন অভয়ন।


আশা ও বিশ্বাসের এই গল্পে আমাদের বেঁচে থাকতে এবং অভয়ন এবং আমাকে একটি নিরাপদ, নিরাময়, লালন-পালনের স্থান তৈরি করতে যাঁরা আমাদের নিরন্তর সহায়তা করেছেন তাঁদের সকলকে ধন্যবাদ জানানোর জন্য আমার কাছে পর্যাপ্ত ভাষা নেই।’‌ দিয়া আরও লেখেন, '‌তাকে আমরা শীঘ্র বাড়িতে নিয়ে আসব এবং তার বড় দিদি সামাইরা এবং দাদু–ঠাকুমা তার হাত ধরার জন্য অপেক্ষা করছে।


Post a Comment

0 Comments