ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

পরিবারে বিপদ লেগেই রয়েছে, ঠাকুর ঘরের বাস্তুতে এই নিয়মগুলো মেনেছিলেন তো



বাড়িতে নিত্য অশান্তি, বিপদ, নানা সমস্যা লেগেই আছে। কীভাবে পরিস্থিতি থেকে নিস্কৃতি মিলবে বুঝতে পারছেন না। রইল এবার এর সহজ সমাধান। ভগবানেন আশীর্বাদ পেতে অবশ্যই ঠাকুর ঘরের প্রতি নজর দিন। 

শাস্ত্র মতে, অশুভ শক্তিকে সংসার থেকে দূরে রাখতে ঠাকুরঘরে এই নিয়মগুলি আবশ্যই মেনে চলা উচিত৷ 

ঠাকুর ঘরের দরজা যেন লোহার না হয় ৷ সেই দরজা যেন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ না হয়ে যায় ৷

ঠাকুরঘর এমন জায়গায় তৈরি করতে হবে যাতে সারাদিন তাতে আলো বাতাস চলাচল করে ৷ 

ঠাকুরঘরে ঘণ্টা রাখতেই হবে এবং পুজোর পর নিয়ম করে ঘণ্টা বাজাতে হবে ৷ 

বাস্তু মতে ঠাকুরঘরের দেওয়ালে হলুদ, সাজা বা হালকা নীল রং করতে হবে ৷ মেঝের রং হওয়া উচিত সাদা৷ 

ঠাকুরঘরের প্রদীপ সবসময় দক্ষিণ-পূর্ব কোণ করে রাখা উচিত ৷ 

 বাস্তুশাস্ত্র মতে ঠাকুর ঘরে রাখা দেব-দেবীদের মূর্তি যেন কোনও সময় ২ ইঞ্চির কম এবং ৯ ইঞ্চির বেশি না হয়। 


Post a Comment

0 Comments