রোজগার করছেন, কিন্তু কিছুতেই মিটছে না অর্থের কষ্ট, এমন সমস্যার কথা অনেকেই বলে থাকেন। তাই এবার সেই সমস্যা মেটাতে রইল বাস্তুর কিছু অবিশ্বাস্য টিপস। মেনে দেখুন তো সমস্যার সমাধান হয় কি না!
সকালে স্নানের পর তামার ঘটে জল ভরে তুলসী পাতা দিয়ে রেখে দিন। এই জলটি বাড়ির সমস্ত কক্ষে এবং প্রধাণ দরজায় ছিটিয়ে দিন।
প্রতি সকালে তুলসী গাছে জল দিতে হবে। জল অর্পণ করার সময়, ভগবান নারায়ণ-এর এই মন্ত্রটি জপ করা উচিত- "ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ"।
প্রতিদিন সকালে ঘরে পুজো দেওয়ার সময় একটি ঘি-এর প্রদীপ জ্বালান। আগুন শক্তির প্রতীক এবং দেবতাদের প্রিয়। ঘরে প্রদীপ জ্বালালে ঈশ্বররা সন্তুষ্ট হন।
সকালে বাড়ির বাইরে রাঙ্গোলি তৈরি করতে পারেন। এটা বিশ্বাস করা হয় যে রাঙ্গোলি মা লক্ষ্মী এবং অন্যান্য দেবদেবীদের বাড়ির অন্দরে আকর্ষণ করে।
এই ৫ টি নিয়ম প্রতিদিন সকালে নিষ্ঠা ভরে পালন করতে পারলে বাড়িতে কোনওদিন অর্থের অভাব হবে না বলে মনে করা হয়।
0 Comments