ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

সংসদ ঘেরাও করবে কৃষকরা, হুঁশিয়ারি রাকেশ তিকাইতের



নিজস্ব প্রতিবেদক : আগামী ২২ শে জুলাই সংসদের বাইরে বিক্ষোভ কর্মসূচি করতে চলেছেন কৃষকরা। তিন কৃষি আইন বাতিল না করার প্রতিবাদে কৃষকদের আন্দোলনের ঝাঁজ আরো বাড়াচ্ছে। ভারতীয় কিষান ইউনিয়নের নেতা রাকেশ তিকাইত মঙ্গলবার এমনটাই জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, কেন্দ্র সরকার যেহেতু আর আলোচনায় ইচ্ছে প্রকাশ করেনি সে কারণে তারা সংসদের বাইরে বিক্ষোভ দেখাবেন।

তিনি আরও বলেন, কৃষক আন্দোলন চলবে। কেন্দ্র নতুন করে আলোচনায় ইচ্ছুক নয়। ২২ জুলাই আমরা দিল্লি পৌঁছাব এবং সংসদের বাইরে বিক্ষোভ দেখাবো। সংযুক্ত কিষান মোর্চার পক্ষ থেকে জানানো হয়েছে পাঞ্জাবে বিভিন্ন এলাকার কৃষকরা দিল্লির উদ্দেশ্যে ইতিমধ্যে রওনা দিতে শুরু করেছেন।  সংসদের বাদল অধিবেশন চলছে। বাদল অধিবেশন চলাকালীন তারা সংসদের বাইরে বিক্ষোভ দেখাবে ।

মোদি সরকারের সঙ্গে ইতিমধ্যে তারা ১১ বার আলোচনার টেবিলে মুখোমুখি হয়েছেন। কিন্তু আলোচনা সমাধান বাতলে দিতে পারেনি। তাই কৃষকরা কৃষি আইন বাতিল করতেই হবে এই দাবিতে এখনও অনড়।

কৃষক নেতা রাকেশ তিকাইত হুশিয়ারির সুরে বলেছিলেন, ২ অক্টোবর পর্যন্ত তারা সময় দিচ্ছেন এরমধ্যে কৃষক আইন বাতিল না করলে কৃষকরা অন্য পথ বেছে নেবেন।

কৃষকদের বক্তব্য ছিল বিরোধী রাজনৈতিক দলগুলি যদি কৃষকদের পাশে দাঁড়াতে চায় তাহলে তাদের আপত্তি নেই। কিন্তু এই ইউসুফকে নিয়ে রাজনীতি যাতে না করা হয় সে ব্যাপারে সাফ জানিয়ে দিয়েছেন রাকেশ তিকাইত। তিনি আশঙ্কা করেন কৃষকদের হত্যার চক্রান্ত করছে বিজেপি। গাজীপুর সীমান্তে কাঁদতে কাঁদতে বিস্ফোরক অভিযোগ করেছিলেন তিনি। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন কৃষক আইন বাতিল না হলে আত্মহত্যা করবে কৃষকরা।


Post a Comment

0 Comments