ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

মা হতে চলেছেন দীপিকা পাড়ুকোন ? বেবি বাম্প লুকানোর জন্যই কী ঢিলেঢালা পোশাক


কিছুদিন আগেই মা হয়েছেন অনুষ্কা শর্মা। এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতেই দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন করিনা কাপুর খানও। তাহলে কী এবার দীপিকা এবং প্রিয়াঙ্কা চোপড়ার পালা? নেটিজেনদের মনে এখন হামেশাই এই প্রশ্ন ঘোরাফেরা করছে। সম্প্রতি দীপিকার কিছু ছবি এই জল্পনাকে আরও উস্কে দিয়েছে। 


কিছুদিন আগেই পরিচালক সঞ্জয় লীলা বনশালির অফিসে হাজির হন দীপিকা। এই সময় মস্তানিকে দেখা যায় একেবারে ঢিলেঢালা পোশাকে। যা দেখে অনেকের মনেই প্রশ্ন ওঠে, তবে কী মা হতে চলেছেন দীপিকা?


শুক্রবার রাতে বনশালির অফিসে রণবীর পত্নিকে দেখা যায় লাল রঙের ঢিলেঢালা সোয়েটার এবং ব্লু ডেনিমে। সঙ্গে পায়ে ছিল গোলাপি জুতো। করোনার কারনেই মাস্ক দিয়ে মুখ ঢাকা ছিল।


আসলে শুধু ঢিলেঢালা পোশাক নয়, দীপিকার ইনস্টাগ্রাম-এর একটি ভিডিও ঘিরেও জল্পনা শুরু হয়েছে। কিছুদিন আগেই দীপিকা কাঁচা আম খাওয়ার একটি ভিডিও শেয়ার করেন। কাঁচা আম বা টক জাতীয় খাবার অন্তসতা মহিলাদের খুবই পছন্দের। আর এখানেই দুইয়ে দুইয়ে চার করে ফেলেছেন নেটাগরিকরা। 


প্রায় ৬ বছর প্রেম করার পর ২০১৮ সালে রণবীর সিংকে বিয়ে করেন দীপিকা। আপাতত চুটিয়ে সংসার করছেন তারা। এছাড়াও দীপিকার হাতে এখন রয়েছে একগুচ্ছ প্রজেক্ট। খুব শিগ্রই মুক্তি পাবে কপিল দেবের বায়োপিক ‘৮৩’। কবীর খানের এই সিনেমাতে কপিল দেবের ভূমিকায় দেখা যাবে রণবীর সিংকে। অন্যদিকে কপিল দেবের স্ত্রীর ভূমিকায় দেখা যাবে দীপিকাকে। 


আপাতত শারুখ খানের ‘পাঠান’ ছবির শুটিংয়ে  ব্যস্ত নায়িকা। এছাড়াও শকুন বাত্রার পরবর্তী ছিনেমাতে দেখা যাবে তাকে। এরই মধ্যে ঘোষণা হয়েছে বড় পর্দায় জুটি বাঁধতে চলেছেন দীপিকা এবং হৃত্বিক। সব মিলিয়ে এখন খুবই ব্যস্ত দীপিকা। তবে এরই মাঝে দীপিকার মা হওয়ার জল্পনা কতটা সত্যি তাঁর উত্তর দেবে সময়ই।

Post a Comment

0 Comments