ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

আগামী কয়েকমাসেই পাল্টাতে পারে ভাগ্য, কোন কোন রাশির জাতক রয়েছে এই তালিকায়


 

জ্যোতিষ শাস্ত্র মতে রাহুর স্থান পরিবর্তন জাতক বা জাতিকার জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। এই বছরের শেষের দিকেই নক্ষত্র পরিবর্তন করে ১২ টি রাশির জীবনকে প্রভাবিত করতে চলেছে রাহু। বছরের শেষের দিকে রাহু রোহিণী নক্ষত্র থেকে বেড়িয়ে প্রবেশ করবে কৃতিকা নক্ষত্রে। চলুন জেনে নেওয়া যাক এই পরিবর্তন কোন কোন রাশির জীবনে কি রূপ প্রভাব বিস্তার করে। 


১) মেষ

এই রাশির জাতক জাতিকাদের আয় বৃদ্ধি পাবে এবং ব্যসায় লাভ হবে। তবে পারিবারিক সুখে ভাটা পরবে। এছাড়াও কর্মক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। 


২) বৃষ

এই রাশির জাতক জাতিকারা মানসিক অবসাদে ভুগতে পারেন। কারও ওপর চোখ বন্দ করে বিশ্বাস করা ঠিক হবে না। তবে কর্মক্ষেত্রে সাফল্য আসবে। 


৩) মিথুন

মানসিক অবসাদ বাড়বে, পাশাপাশি ব্যয়ও বৃদ্ধি পাবে। তবে আর্থিক লগ্নির ফলে লাভ হতে পারে।   


৪) কর্কট

প্রেম জীবনের জন্য খুবই ভালো সময়। ব্যবসার উন্নতি হবে এবং আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে। সরকারি চাকরির যোগ রয়েছে। 


৫) সিংহ

কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে এবং উন্নতিও ঘটবে। তবে পারিবারিক জীবনে অবসাদ দেখা দিতে পারে। 


৬) কন্যা

কর্মক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হবে। তবে আয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। বেড়াতে যাওয়ার যোগ রয়েছে। 


৭) তুলা

তুলা রাশির জাতক জাতিকাদের এই সময় আর্থিক ঝুঁকি না নেওয়াই ভালো। কর্মক্ষেত্রের জন্য ভালো সময়। তবে আইনি জটিলতায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। 


৮) বৃশ্চিক

বিরোধীদের কূট চালকে পরাজিত করে কর্মক্ষেত্রে উন্নতি হবে। তবে দাম্পত্য জীবনে সমস্যার সম্মুখীন হওয়ার প্রবণতা রয়েছে। 


৯) ধনু

অতিরিক্ত ব্যয় বৃদ্ধি পাওয়ার পাশাপাশি মানসিক অবসাদ বাড়বে। তবে লটারিতে শুভ যোগ রয়েছে। 


১০) মকর

ছাত্রদের ক্ষেত্রে খুবই ভালো সময় হবে। সন্তানদের উন্নতি এবং আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। 


১১) কুম্ভ

চাকুরীজীবীদের ক্ষেত্রে খুবই ভালো সময়। সার্বিকভাবে কর্মক্ষেত্রে সফলতা আসতে পারে। দাম্পত্য জীবনও সুখকর হবে। 


১২) মীন

শত্রুকে পরাজিত করে কর্মক্ষেত্রে উন্নতি ঘটতে পারে। সাহসী মনোভাব অনেকদূর এগিয়ে নিয়ে যেতে পারে। তবে পারিবারিক সম্পর্কে অসংগতি দেখা দিতে পারে।

Post a Comment

0 Comments