ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

#Eastbengal, ISL খেলবেনা ইসবেঙ্গল ?


নিজস্ব প্রতিনিধি : ইন্ডিয়ান সুপার লীগ টুর্ণামেন্টে ইস্টবেঙ্গলের অংশগ্রহণ করা অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে। শুক্রবার ক্লাব কর তাদের মধ্যে রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের জানিয়েছে শ্রী সিমেন্ট এর পাঠানো চুক্তিপত্রে সই করবে না তারা। এই খবর প্রকাশ্যে আসতে ভীষণভাবে হতাশ হয়েছেন ইস্টবেঙ্গলের সমর্থকরা।

আগামী আইএসএল মরসুমে জনি কাউকোর মত বিদেশি ফুটবলার কে ইতিমধ্যে মোহনবাগান চুক্তি করে ফেলেছে। সেই পরিস্থিতিতে এখনো পর্যন্ত চুক্তিপত্রেই সই করতে পারল না এসিসি ইস্টবেঙ্গল।

ইস্টবেঙ্গল কর্তাদের রুদ্ধদ্বার বৈঠকের পর একটি প্রেস প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে "সদস্য বিরোধী চুক্তিতে কোনোভাবেই সই করবে না ইস্ট বেঙ্গল ক্লাব।"ক্লাব সচিব কল্যাণ মজুমদার সহ মোট ২৫ সদস্য এই বিষয়ে সহমত পোষণ করেছেন। তারা আরও জানিয়েছেন , চুক্তিপত্রে সই করা হলে ক্লাবের আত্মাভিমান একেবারে তলায় এসে ঠেকবে।

একদিকে মোহনবাগান সামনের মরসুমের জন্য প্রতিনিয়ত দল গুছিয়ে নিচ্ছে। অপরদিকে ইস্টবেঙ্গল ক্রমশ ছন্নছাড়া ভাব দেখাচ্ছে। তাদের এই ছন্নছারা ভাবের কারণে ফুটবলাররা ভাবতে শুরু করেছেন দল গঠন করতে পারবে কিনা লাল হলুদ শিবির। অনিশ্চয়তার মধ্যে কোন ফুটবলার থাকতে চাইছে না। এই মুহূর্তে ইস্টবেঙ্গলের টালমাটাল অবস্থার কারণে ভরসা করতে পারছেন না অনেক ফুটবলারই। যার কারণে হিড়িক পড়েছে অন্যদল খুঁজে নেওয়ার। মাত্তি স্টেইনম্যান, ব্রাইট এনবাখারের মত ফুটবলাররা ইতিমধ্যেই চুক্তি করে নিয়েছেন অন্য দলের সঙ্গে

Post a Comment

0 Comments