কোনও পরিবারের সদস্যদের চুল তাড়াতাড়ি পাকতে শুরু হওয়ার ধারা থাকলে প্রতি প্রজন্মেই সেই ট্রেনড বহাল থাকতে পারে। এছাড়াও অতিরিক্ত কাজের চাপ, পরিবেশ দূষণ, অধিক পরিমাণে ফাস্ট ফুড – সহ নানা কারণে অল্প বয়সেই চুল পেকে যায়। একবার চুলে পাক ধরতে শুরু করলে খুব দ্রুত মাথার বাকি অংশও সাদা হতে থাকে। তবে চিন্তার কোন কারণ নেই। বাজারের কৃত্রিম রঙ থেকে দূরে থাকুন। বেছে নিন ঘরোয়া পদ্ধতি।অকালেই চুলে পাক ধরছে, চিন্তা না করে এই ৬ টি টিপস মেনে চলুন, কাজ করবে ম্যাজিকেরমতো
জেনে নিন এই সময় কী কী করবেন-
ইচ্ছেমত হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছেন, ভয়ানক বিপদ ঘনিয়ে আসতে পারে, সাবধান
১) কারিপাতা
ভিটামিন এ, ই ক্যালসিয়াম, কপার, তামায় সমৃদ্ধ কারিপাতা। যা চুলের জন্য খুবই উপকারী। নারকেল তেলে কারিপাতা মিশিয়ে ফোটান। হালকা কালচে ভাব দেখা দিলে বুঝবেন আর গরম করার দরকার নেই। এবারে ঠাণ্ডা করে মিশ্রণটি চুলে লাগিয়ে ১৫ মিনিট রাখুন। এরপর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। নিয়মিত বাবহারে ভালো ফল পাবেন।
২) আমলকী
চুলের জন্য আমলকী ব্যবহৃত হয়ে আসছে আদিকাল থেকে। নারকেল তেলের সঙ্গে আমলাগুঁড়ো মিশিয়ে গরম করতে হবে। এবার সেটা ছেঁকে চুলে মালিশ করুণ। পারলে রাতভর মাথায় রাখুন। তারপর সকালে হালকা উষ্ণ জলে ধুয়ে ফেলুন।
৩) আলুর খোসা
আলুর খোসা সাদা চুল কালো করতে বেশ কার্যকারী একটি উপাদান। জলের মধ্যে কিছু পরিমাণ আলুর খোসা দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। জ্বাল হয়ে গেলে নামিয়ে নিন। এবারে চুলে শ্যাম্পু করে আলুর খোসার জল দিয়ে মাথা ধুয়ে নিন। তারপর আর জল লাগাবেন না। এটি সপ্তাহে ৩ থেকে ৪ বার ব্যাবহার করলে মিলবে উপকার।
৪) কফি
ফুটন্ত জলে এক চামচ কফি মিশিয়ে দিন। ৫ মিনিট পর নামিয়ে ফেলুন। এবারে হেনা পাউডারের সঙ্গে কফি মিশিয়ে নিন। প্যাকটি ঘণ্টাখানেক রেখে দিন। তারপর এটি চুলে ব্যবহার করুণ। ৪৫ মিনিট রেখে চুলে শ্যাম্পু করে ফেলুন। কাজ করবে ম্যাজিকেরমতো।
0 Comments