ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

বীরভূমে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ, জখম ১, ধৃত ১

 


নিজস্ব প্রতিবেদক, রামপুরহাট, ২৪ জুলাই ঃ বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে জখম হল বেশ কয়েকজন দুষ্কৃতী। তাদের কোথায় ভর্তি করা হয়েছে জানতে পারেনি পুলিশ। বিকেলে দুর্গাপুর থেকে বোমা বিশেষজ্ঞ দল গ্রামে গিয়ে দুটি টাকা বোমা উদ্ধার করে। এখনও পর্যন্ত একজনকে  আটক করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট থানার বগটুই গ্রামের কালিকাপুর পাড়ায়। শুক্রবার রাত্রে বিকট শব্দ শুনে গ্রামের মানুষে ছোটাছুটে শুরু করে দেয়। তার আগেই আহতদের অন্যত্র সরিয়ে দেয় দুষ্কৃতীরা। জানা গিয়েছে, বাড়ির মালিক জসিমুদ্দিন মুম্বাইয়ে থাকে। ফলে কালিকাপুরের ওই বাড়িতে থাকত তার ভাইপো রাহান শেখ। ওই বাড়িতেই শুক্রবার রাতে বোমা বাঁধার কাজ চলছিল বলে গ্রামবাসীদের দাবি। রাত্রি আটটা নাগাদ বিকট শব্দে বোমা ফাটে ওই বাড়িতে। জখম হয় সুনীল মাঝি নামে একজন। কিন্তু তাকে কোথায় ভর্তি করা হয়েছে তা জানা যায়নি। তার বাড়ি একই থানার বেলপাহাড়ি গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে সরফরাজ শেখ নামে একজনকে আটক করে পুলিশ।

বনহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান জহুরুল ইসলাম বলেন, “আমি খবর পেয়েছি। ৫-৬ জন বিস্ফোরণে জখম হয়েছে বলে জেনেছি। যারা বোমা বাঁধছিল তারা বগটুই গ্রামের বাসিন্দা। তারা গ্রামে থাকত না। পুলিশ তদন্ত করুক”।

এদিকে দুর্গাপুর থেকে বোমা বিশেষজ্ঞ দল গ্রামে পৌঁছে বাড়ির ভিতর তল্লাশি শুরু করে। বাড়ির ভিতর থেকে দুটি তাজা বোমা উদ্ধার করে। পরে সেগুলি নিষ্ক্রিয় করা হয়। এছাড়াও বাড়ির ভিতর বিস্ফোরণে বাড়ির উঠনে গর্ত হওয়ার চিহ্ন পাওয়া গিয়েছে। রক্তের দাগ রয়েছে ছড়িয়ে ছিটিয়ে। বোমায় জখম দুষ্কৃতীরা কোথায় রয়েছে তার তল্লাশি শুরু করেছে পুলিশ।

Post a Comment

0 Comments