ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

#Amitabh ৯০ কোটি টাকা ধার করছিলেন অমিতাভ বচ্চন


ভাগ্যের চাকা কি সব সময় একই গতীতে চলে! হয়তো নয়। তার ঠিক সেই কারণেই ব্যপক ক্ষতির সন্মুখীন হতে হয়েছিল অমিতাভ বচ্চনকে। বয়স তখন তাঁর ৪৪। খুলে বসেন নিজের কম্পানি। কিন্তু সেই ব্যবসা দেখেনি সাফল্যের মুখ।

প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন, ইভেন্ট ম্যানেজমেন্ট, সবক্ষেত্রেই ব্যর্থতা গ্রাস করে। অমিতাভ জানিয়েছেন, একসময় বিভিন্ন জায়গা মিলিয়ে তাঁর ঋণের বোঝা হয়ে দাঁড়ায় ৯০ কোটি। এরপর ‘মহব্বতে’ সিনেমা এবং জনপ্রিয় টেলি অনুষ্ঠান ‘কৌন বনেগা ক্রোড়পতি’ করে সুসময় ফিরিয়ে আনেন বিগ বি। এই কেবিসি-র ২১ বছর পূর্তি হল সম্প্রতি। 

এই উপলক্ষেই এক সাক্ষাৎকারে সেই দুঃসময়ের কথা স্মরণ করলেন বচ্চন। বললেন, ‘আমি সবার টাকা ফেরত দিয়ে দিয়েছি, দূরদর্শনকেও। ওদের জন্য কমার্শিয়ালে কাজ করে দিয়েছি। জীবনে ভুলব না পাওনাদাররা কীভাবে পাওনাদাররা বাড়ির দরজায় চলে আসত। অশ্রাব্য গালাগাল করত, হুমকি দিত এবং সবচেয়ে খারাপ, আমার পাড়ি প্রতীক্ষা তালা লাগিয়ে দিতে চেয়েছিল।’
বিগ বি আরও বলেন, ‘আমার ৪৪ বছরের কেরিয়ারে ওটাই সবচেয়ে খারাপ সময়। আমি বসে ভাবলাম, যে যে বিকল্প সামনে রয়েছে তা পর্যালোচনা করলাম। উত্তর পেয়েও গেলাম। হেঁটে সোজা চলে গেলাম যশজির (যশ চোপড়া) বাড়িতে। বললাম আমায় ছবিতে নিতে অনুনয় বিনয় করলাম। তিনি আমাকে মহব্বতে দিলেন।’ বাকিটা ইতিহাস। 

Post a Comment

0 Comments