ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

পকেটে টান, এবার বর্ষায় ইলিশিদের স্বাদ নিতে ঠিকানা হোক সুন্দরবন




সুন্দরবন পশ্চিমবঙ্গের অতি পরিচিত একটি দ্বীপ যা মূলত ম্যানগ্রোভ অরণ্য ও রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিশেষ ভাবে পরিচিত। বেশ কিছু বছর ধরে পর্যটক কেন্দ্র হিসাবে বেশ খ্যাতি লাভ করেছে সুন্দরবন।

দর্শনীয় স্থানঃ-

  • জামতলা সৈকত- জামতলায় একটি পর্যবেক্ষণ টাওয়ার রয়েছে।এখান থেকে সমগ্র সুন্দরবনের সৌন্দর্য দেখা যায়।
  • মান্দারবাড়িয়া সৈকত- মান্দারবাড়িয়া সমুদ্র সৈকতের কিছুটা অংশ এখনো  অনাবিষ্কৃত বলে মনে হয়।
  • দুবলার চর- সুন্দরবন এলাকার মধ্যে একটি ছোট্ট চর, যার মধ্যে দিয়ে বয়ে যাওয়া নদী বঙ্গোপসাগরে মিশেছে।
  • হীরন পয়েন্ট- হীরন পয়েন্টের কাঠের তৈরি সুন্দর রাস্তায় হাঁটতে হাঁটতে হরিণ, বানর, গুইসাপ ও কুমির দেখা পাওয়া যায়। ভাগ্য ভাল থাকলে দেখা মিলতে পারে বেঙ্গল টাইগার।
  • কটকা বীচ- কটকা বীচ অত্যন্ত পরিচ্ছন্ন ও সুন্দর। এখানে বেলাভূমি জুড়ে আঁকা থাকে লাল কাঁকড়াদের শিল্পকর্ম। 
বর্ষায় বিভিন্ন পদে ইলিশের স্বদ নিতে ও জঙ্গল ভ্রমণে এবার তালিকায় থাকতেই পারে সুন্দরবন। বাজেটে কম, অথচ কয়েকদিন খানিক বিরতির অনবদ্য ঠিকানা। 

Post a Comment

0 Comments