সোনু সুদ কি বিগ বি-র সন্তান? অভিনেতা সোনু সুদদের কি কোনও ভাবে বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনের সাথে সম্পর্ক রয়েছে ? শনিবার নিজের সোশাল মিডিয়া একাউন্ট থেকে একটি ছোটবেলার ছবি পোস্ট করেন বিগ বি। তার পর থেকেই রকম নানাবিধ প্রশ্ন ঘুরছে নেটিজেনদের মনে।
বিগ বি এর পোস্ট করা সেই ছবি যে নেহাতই তার ছোটবেলার ছবি তা কিছুতেই বিশ্বাস করতে নারাজ নেটিজেনরা। তাদের মধ্যে বেশির ভাগেরই বক্তব্য, সোনু সুদ অমিতাভের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে নিজের ছবি শেয়ার করেছেন। কিন্তু শুধু তাই নয় আরও কয়েকজনের মতে, অমিতাভের সঙ্গে নিশ্চয়ই রক্তের সম্পর্ক রয়েছে সোনুর। নয়ত এমন মিল কিভাবে সম্ভব!
সোনু সুদ এখন নিত্যনতুন দিনই নেটাগরিকদের চর্চার কারণ। করোনা পরিস্থিতিতে মানবিকতার যে ছাপ তিনি ফেলেছেন এবং ফেলেছেন তাতে করে খুশি নেটিজেনরা। ঠিক এই সময়ে দাড়িয়ে সোনুকে অমিতাভের বাবা বলতেও খুশি বহু নেটাগরিক। অভিষেক ও শ্বেতা ছাড়াও রয়েছে বিগ বির আরও এক সন্তান, এবং তিনি সোনু সুদ, মত নেটিজেনদের।
১৯৬৯ সালে তোলা সেই ছবি পোস্ট করে অমিতাভ লিখেছেন,রেশমা আর শেরা ছবি তে আমার লুক টেস্ট। সুযোগও পেয়েছিলাম সেই ছবিতে। পোস্ট করার পরেই মন্তব্যের জায়গায় সোনু সুদ ভালোবাসা জানায় অমিতাভকে। এবং তাতেই সন্দেহের তীব্রতা বেড়ে যায় নেটদুনিয়ায়। প্রায় ৩ ঘণ্টার মধ্যে মন্তব্যের সংখ্যা হয় সাড়ে চার হাজার। যার মধ্যে সবচেয়ে আলোচিত প্রশ্ন সোনু সুদ কি অমিতাভের সন্তান?
0 Comments