ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

করোনা কালে পকেটে টান, এবার শহরের বুকে বিনামূল্যে বাস পরিষেবা




করোনা পরিস্থিতিতে পকেটে টান। এক কথায় বলতে গেলে সাধারণ মানুষের পক্ষে এখন নিত্যদিন বেঁচে থাকাটাই যেন এক মস্ত লড়াই। এরই মাঝে লকডাউনের ঘা, যার ফলে রাস্তায় মিলছে না গাড়ি, মিললেও ভাড়াগুনতে হচ্ছে বেশ খানিকটা বেশি। এই পরিস্থিতিতেই মানুষের সুবিধার্থে এবার জয়বাংলা বাস পরিষেবা। 

কলকাতার বুকে তিনটি রুটে সম্পূর্ণ বিনামূল্যে এবার বাস চলাচল করবে। তবে করোনার জন্য আসন সংখ্যা নির্দিষ্ট হওয়ায় বুকিং করতে হবে আগে থেকে। তারপরই এই পরিষেবা গ্রহণ করা যাবে। 

জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ায় নতুন করে ভাড়া বাড়ানোর দাবিতে বর্তমান পরিস্থিতিতে দেখা নেই বেসরকারি বাস পরিষেবার। সেই পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে শুরু করা হলো জয়বাংলা বাস পরিষেবা। কোনরকম ভাড়া না নিয়ে সাধারণ মানুষকে নিজেদের গন্তব্যে পৌঁছে দেবে এই বাস পরিষেবা। প্রাথমিক পর্যায়ে তিনটি রুটে দেওয়া হবে এই পরিষেবা । 

কোন কোন রুটে মিলবে বিনামূল্যে বাস পরিষেবা

১) হাওড়া ময়দান থেকে এম জি রোড, শোভাবাজার হয়ে চিড়িয়ামোড়

২) হাওড়া ময়দান থেকে ধর্মতলা শিয়ালদা বেলেঘাটা করুণাময়ী হয় সেক্টর ফাইভ

৩) সেক্টর ফাইভ থেকে উল্টোডাঙ্গা গিরিশ পার্ক এক্সাইড মোড় খিদিরপুর মমিনপুর হাজরা রাজবিহারী হয় গড়িয়াহাট যাদবপুর বৈষ্ণবঘাটা

Post a Comment

0 Comments