বর্তমানে মূল্যবৃদ্ধি ঘিরে একের পর এক সাওয়াল তুলছে সাধারণ মানুষ। প্রতিটা জিনিসের দাম যে হারে বাড়ছে তা এক কথায় বলতে গেলে মানুষের সাধ্যের বাইরে। মধ্যবিত্তের এই পরিস্থিতির জন্য কেন্দ্রের দিকেই আঙুল উঠছে বর্তমানে। আর সেই কোপেই এবার মুখোমুখি অমিত মালব্য ও নুসরত জাহান। প্রতিটা মানুষের মত এদিন সাংসদও দামের হার দেখে চুপ থাকতে পারলেন না।
আর তাই এই প্রশ্নের ভিড়েই এবার সামিল হলেন সাংসদ নুসরত জাহান। অমিত মালব্য একটি টুইট ঘিরে শুরু বিতর্ক। জুন মাসের ৩০ তারিখ অমিত মালব্য একটি পোস্ট করেন, যেখানে লেখা আপনি কি সম্প্রতি দোকান, সব্জি, ফল মিষ্টি বা পেট্রল কিনতে চেষ্টা করেছিলেন! এতেই বেজায় চটেছে নেট দুনিয়া। একের পর এক প্রশ্ন আসছে ধেঁয়ে।
এবার প্রশ্ন করলেন তৃণমূল সাংসদ নুসরত জানান, জানতে চাইলেন, চমৎকার, এমন পরিস্থিতির সন্মুখীন যদি মালব্যকে করতে হত, মোদী সাধারণ মানুষের থেকে পিএম কেয়ারে পাওয়া টাকা দিয়ে সাহায্য করত! যেই মুহূর্তে পেট্রলের দাম বেড়েছে, অমনই বিজেপির সেবা খেলা আরও যেন জোরালো হচ্ছে। যদিও নুসরতের এই মন্তব্যকে ঘিরে কোনও পোস্ট করেননি মালব্য়।
0 Comments