ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

#PetrolPrice কলকাতায় পেট্রোলের দামে সেঞ্চুরি


মঙ্গলবার রাত ১২ টার পর থেকেই আগুন দাম পেট্রোলের। রাজ্যের বিভিন্ন এলাকাতে আগেই পেট্রোলের দাম ১০০ ছাড়িয়েছিল। তবে কলকাতায় তার দাম একশো পার এই প্রথম। বুধবার সকাল থেকেই মাথায় হাত শহরবাসীর। হু-হু করে বাড়ছে দাম। 

রায়গঞ্জে লিটার প্রতি পেট্রোলের দাম ১০০ টাকা ১২ পয়সা। ডিজেলের দাম লিটার প্রতি ৯৩ টাকা। পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দামও বেড়েছে। ফলে সমস্যায় পড়েছেন বহু মানুষ। এর প্রতিবাদে আন্দোলনে নেমেছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশে রাজ্যজুড়ে প্রতিটি ব্লক ও গ্রামপঞ্চায়েত এলাকায় আন্দোলন শুরু করেছেন কর্মীরা। 

ইতিমধ্য়েই রাজ্যের একাধিক জেলায় সেঞ্চুরি পার করেছে পেট্রোলের দাম। কলকাতায় পেট্রোলের দাম সেঞ্চুরির দোরগোড়ায় রয়েছে। জ্বালানি থেকে কম রাজস্ব আদায়ের অনুরোধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Post a Comment

0 Comments