বুধবারই বড়সড় পালাবদল ঘটল মন্ত্রীসভায়। এদিন সকাল থেকেই উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। কে রয়ে, কার নাম ওঠে বাতিলের খাতায়, নবাগত হিসেবেই বা কার জায়গা হয় সভায়, সব প্রশ্নের উত্তর মিলল এদিন ঠিক সন্ধ্যায়।
আভাস আগে থেকেই ছিল। বাস্তবে হলও তাই। কেন্দ্রীয় মন্ত্রী সভায় বড়সড় রদবদল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি নেতৃত্বাধীন দ্বিতীয় এনডিএ সরকারের ২ বছরের মাথায় প্রথম মন্ত্রীত্ব বদল করা হল। কিন্তু মোদী কিছু করবে, আর তাতে চমক থাকবে তা কখনও হয় নাকি। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। মোদীর নতুন মন্ত্রীসভা থেকে বাদ পড়লেন পুরনো ১২ জন মন্ত্রী। সেই তালিকায় সব থেকে উল্লেখযোগ্য নাম হল রবিশঙ্কর প্রসাদ, হর্ষবর্ধন এবং প্রকাশ জাভড়েকর।
বুধবার সন্ধায় নরেন্দ্র মোদীর নতুন মন্ত্রী সবার মোট ৪৩ জন মন্ত্রী শপথ নিলেন। প্রথা মেনে শপথ বাক্য পাঠ করালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। একইসঙ্গে নতুন মন্ত্রীসভাকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানানোর পাশাপাশি সঠিক লক্ষ্যে কাজ করার বার্তাও দিয়েছেন নমো। ট্যুইটারে মোদী লিখেছেন,'আমি আজ শপথ গ্রহণকারী সকল সহকর্মীকে অভিনন্দন জানাই এবং তাদের মন্ত্রিত্বকালীন কাজের জন্য শুভকামনা জানাচ্ছি। আমরা জনগণের আকাঙ্ক্ষা পূরণে এবং একটি শক্তিশালী ও সমৃদ্ধ ভারত গড়ার লক্ষ্যে কাজ চালিয়ে যাব।'
0 Comments