ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

#Sports নো বলে নো

রামদেব রাম : আইসিসির নতুন নিয়ম অনুযায়ী নো বল করলেই ফ্রি হিট দেওয়া হয়। তবে কখনো কখনো একটি নো বল ম্যাচের পুরো চেহারা বদলে দিতে পারে। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে জসপ্রীত বুমরাহের একটি নো বল কাল হয়ে দাঁড়িয়েছিল টিম ইন্ডিয়া জন্য। ওই ম্যাচে ফখর জামান দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে পাকিস্তানকে চ্যাম্পিয়ন করে। কিন্তু বিশ্ব ক্রিকেটে এমন পাঁচজন বোলার রয়েছেন যারা কখনও  নো বল করেনি। বিশ্বে এমন ৫ বোলার খ্যাতনামা ক্রিকেটার রয়েছেন যাদের ক্যারিয়ারে কখনো নো বল করেন নি ।


১) ইমরান খান : 

 পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান, একসময় বিশ্বক্রিকেট দাপিয়েছেন। ১৯৯২ সালের  বিশ্বকাপজয়ী অধিনায়ক তিনি। তার সময়ে তিনি সেরা অলরাউন্ডার ছিলেন। পরিসংখ্যানের কথা বললে, তিনি পাকিস্তানের হয়ে ৮৮টি টেস্ট এবং ১৭৫টি ওয়ানডে ম্যাচ খেলেছেন তবে কখনও একটিও নো বল করেন নি।


২)  ডেনিস লিলি:

অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ডেনিস লিলি ও একজন অলরাউন্ডার। দুর্দান্ত ফাস্ট বল ও করতেন। তিনি ৭০টি টেস্ট ম্যাচ খেলেন। তবে কখনও একটিও নো বল করেন নি।


৩) ল্যান্স গিবস:

৭০-৮০ দশকে ওয়েস্ট ইন্ডিজ গোটা ক্রিকেট বিশ্বে রাজত্ব করত।  সেই সময়ের দুরন্ত বোলার ছিলেন ল্যান্স গিবস। ক্যারিবিয়ান দলের হয়ে তিনি ৭৯টি টেস্ট এবং ৩টি ওডিআই খেলছেন, তবে কখনও একটিও নো বল করেন নি।


৪)ইয়ান বোথাম:

ইংল্যান্ড দলের দুর্দান্ত অলরাউন্ডার ইয়ান বোথামও তার পুরো ক্রিকেট ক্যারিয়ারে একটিও নো বল করেন নি। তিনি ১০২টি টেস্ট এবং ১১৬টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।


৫) কপিল দেব: ১৯৮৩ বিশ্বকাপে টিম ইন্ডিয়া কে  প্রথম বার চ্যাম্পিয়ন করা অধিনায়ক তথা বিখ্যাত অলরাউন্ডার কপিল দেব তার ক্যারিয়ারে একটিও নো বল করেন নি। দীর্ঘ ১৬ বছর ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেন এবং ১৩১টি টেস্ট ও ২২৫ টি ওডিআই ম্যাচ খেলেছিলেন।


 এই পঞ্চপান্ডবের মধ্যে, সবচেয়ে লম্বা ক্যারিয়ার কপিল দেবের। তাই এই তালিকায় তিনি প্রথম।

Post a Comment

0 Comments