সপ্তাহের শেষে চুটিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়ে দিল এবার আবহাওয়া দফতর। সপ্তাহের শেষে শনি-রবিবার বিভিন্ন জেলা থেকে শহর কলকাতা, বৃষ্টিতে ভাসবে আর কোন কোন এলাকা, রইল বিস্তারিত তথ্য।
শনিবার সকাল ৬ টা ৩০ মিনিট থেকে ২-৩ ঘন্টার মধ্য়ে দক্ষিণ ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়তে থাকে কোচবিহার, আলিপুরদুয়ারে। দক্ষিণে উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। কলকাতা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বৃষ্টির সম্ভাবনা আগেই জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি উত্তরবঙ্গের জেলায়। অতিভারী বৃষ্টির সর্তকতা আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে।
ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং ও জলপাইগুড়িতে। মালদা উত্তর দক্ষিণ দিনাজপুরের দু-এক হালকা মাঝারী পশলা বৃষ্টির পূর্বাভাস।উল্লেখ্য, উত্তর প্রদেশ থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত মৌসুমী অক্ষরেখা। এই অক্ষরেখা বিহার , গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপর দিয়ে গেছে। উত্তর প্রদেশ ও সংলগ্ন এলাকায় রয়েছে ঘূর্ণাবর্ত। উত্তর-দক্ষিণ নিম্নচাপ অক্ষরেখা রয়েছে বিহার থেকে ঝাড়খন্ড ওড়িশার উপর দিয়ে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত। এর প্রভাবে জলীয়বাষ্প ঢুকছে রাজ্যে। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.২ ডিগ্রি সেলসিয়ার্স। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি উপরে। সর্বনিম্ন তাপমাত্রা ২৮.০ ডিগ্রী। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি উপরে।
0 Comments