ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

ভয়াবহ ভূমিকম্পের জের হাইতিতে সুনামির সতর্কতা


নিজস্ব প্রতিনিধি : ভারতীয় সময় অনুযায়ী বিকেল পাঁচটা বেজে ৫৯ মিনিটে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয় হাইতিতে । ভূমিকম্পে কেঁপে ওঠে হাইতি। ন্যাশনাল সেন্টার অফ সিসমোলজি শনিবার জানিয়েছে হাইতিতে ভূমিকম্পের তীব্রতা ছিল মারাত্মক। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.২ । সেন্ট্রাল পোর্ট অ প্রিন্স এলাকা থেকে ১৬০ কিলোমিটার দূরে এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে পার্শ্ববর্তী দেশগুলোতেও এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের জেরে সুনামির সর্তকতাও জারি করা হয়েছে সে দেশে।

প্রত্যক্ষদর্শীদের তোলা ছবিগুলো থেকে জানা গিয়েছে ভূমিকম্পের সেদেশের দক্ষিণ-পশ্চিম উপদ্বীপে স্কুল ও বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। একাধিক বাড়ি এই ভূমিকম্পের জেরে ক্ষতিগ্রস্ত হয়। হাইতির নাগরিকরা সোশ্যাল মিডিয়ায় বিল্ডিংয়ের ধ্বংসাবশেষের ছবিও শেয়ার করেছেন ।

হাইতির সিভিল প্রটেকশন এর দিরেক্টর জেরি চ্যান্ডলার সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ভূমিকম্পের তাণ্ডবের নিশ্চিত মৃত্যুর ঘটনা ঘটেছে। কিন্তু এখনো সঠিক তথ্য হাঁটতে এসে পৌঁছয় নি। দেশের এমার্জেন্সি অপারেশন সেন্টার গুলি কাজ করছে। প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি বিষয়টি দেখছেন।

২০১০ সালের জানুয়ারিতে ৭.০ রিকটার স্কেলে একটি কম্পনে পোর্ট-অ-প্রিন্স এবং আশেপাশের একাধিক শহর প্রায় ধুলিস্যাৎ হয়ে গিয়েছিল। ওই ভয়াবহ ভূমিকম্পে মৃত্যু হয়েছিল প্রায় দুই লাখেরও বেশি মানুষের।

Post a Comment

0 Comments