ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

রাজনীতি থেকে সন্ন্যাস নিচ্ছি তবে থাকছে সাংসদ পদ : বাবুল

 


নিজস্ব প্রতিনিধি : শনিবার বিকেলে বাবুল সুপ্রিয়র একটি ফেসবুক পোস্ট নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়। কারণ হঠাৎই বাবুল ফেসবুক পোস্ট করে জানান তিনি বিজেপি দল থেকে পদত্যাগ করছেন। রাজনীতি থেকে স্বেচ্ছা অবসর নিচ্ছেন তিনি। বিজেপির অন্দরে শুরু হয় আলোচনা-সমালোচনা। অবশ্য তৃণমূল দলও পিছিয়ে ছিল না এই আলোচনা এবং সমালোচনায়। অবশেষে তিনি ভোল পাল্টে জানালেন রাজনীতি থেকে সন্ন্যাস নিলেও থাকছে সাংসদ পদ।


একপর্যায়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক কুনাল ঘোষের সঙ্গে সোশ্যাল মাধ্যমে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন তিনি। প্রথমে একটি পোস্ট করে তিনি বলেন আমার বাবা-মা আত্মীয়-স্বজন সবার সঙ্গে কথা বলে এ সিদ্ধান্ত নিচ্ছি আপাতত আলবিদা রাজনীতি। তারপরেই প্রশ্ন উত্তর থাকে তিনি সাংসদ পদ থেকেও তাহলে কি পদত্যাগ করছেন? এক সময় তিনি জানিয়েছিলেন সাংসদ পদ থেকেও তিনি পদত্যাগ করছেন।

অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব সংবাদমাধ্যমে কটুক্তি করতে ছাড়েননি যে বিজেপি সংসদ বাবুল সুপ্রিয়র এটা নাটক। তার যদি এতই রাজনৈতিক স্বেচ্ছা অবসর নেওয়ার ইচ্ছে থাকত তাহলে তিনি পদত্যাগ করেই সংবাদমাধ্যম এবং সামাজিক মাধ্যমে এই কথাগুলো লিখতেন। যেহেতু তার মন্ত্রীত্ব চলে গেছে সেই দুঃখে তিনি এই নাটক করছেন।

দু একজন নেতৃত্ব আবার এরকম মন্তব্য করেছেন বাবুল যদি তাদের দলে আসে সেক্ষেত্রে তাকে স্বাগত জানাবে তাদের দল।

সব মিলিয়ে রাজনীতিতে একটি যুক্তি-পাল্টা যুক্তির প্রেক্ষাপট চলছিল। অবশেষে কেন্দ্রীয় নেতৃত্ব বাবুলকে ডেকে পাঠায়। এবং তার সঙ্গে দীর্ঘক্ষন বৈঠক করেন জেপি নাড্ডা। বিজেপির সর্বভারতীয় সভাপতির সঙ্গে বৈঠক সেরে বাবুল সুপ্রিয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, অনেক জল্পনা অনেক কথা হয়েছে তবে এই মুহূর্তে তিনি রাজনীতি থেকে সন্ন্যাস নিলেও ছাড়ছেন না সাংসদ পদ। তার দাবি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহা তাকে দল না ছাড়ার জন্য বলেছেন। সেজন্য তাদের তিনি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

বাবুল সুপ্রিয় সঙ্গে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের মাঝেমধ্যেই বাকবিতন্ডা দেখা যেত সংবাদমাধ্যমে। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, বাবুল সুপ্রিয় এবং দিলীপ ঘোষের সঙ্গে একটা বৈরী সম্পর্ক দীর্ঘদিন ধরে চলছিল। যেহেতু বাবুল সুপ্রিয় রাজনীতি থেকে উঠে আসেন নি একজন সংগীতশিল্পী হিসেবে তিনি পরিচিত ছিলেন তাই রাজনীতির এই চাপান উতোর নেওয়াটা তার পক্ষে সম্ভবপর হয়ে ওঠেনি। হয়তো সেকারণেই তিনি রাজনীতি থেকে অবসর নিতে চাইছেন।













Post a Comment

0 Comments