ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

দিল্লিতে ফাইনাল খেলব ঃ অনুব্রত

 


নিজস্ব প্রতিবেদক, সিউড়ি, ২২ আগস্ট ঃ ‘বেঙ্গলে আমরা প্রথম হয়েছি। এবার খেলব ২৪ শে দিল্লিতে। দিল্লির মাটিতে ফাইনাল খেলা হবে’। রবিবার সিউড়িতে বিদ্যুৎ পর্ষদের এমপ্লয়িজ ইউনিয়নের সম্বর্ধনা সভায় এমনই চ্যালেঞ্জ ছুঁড়ে দেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।

সম্প্রতি তৃণমূল শ্রমিক সংগঠন আই এন টি টি ইউ সি’র জেলা সভাপতির দায়িত্ব পেয়েছেন দলের জেলা সাধারণ সম্পাদক ত্রিদিব ভট্টাচার্য। এর আগে ওই পদে ছিলেন সিউড়ির নুরুল ইসলাম ও বোলপুরের বিকাশ রায়চৌধুরী। নব নির্বাচিত সভাপতির উদ্যোগে রবিবার সিউড়ি ইন্ডোর স্টেডিয়ামে সভার আয়োজন করা হয়। বক্তব্য রাখতে গিয়ে অনুব্রত বলেন, “আমি ত্রিদিবকে বলব একা কিছু করা যাবে না। নুরুল, বিকাশদাকেও ডাকতে হবে”। বিদ্যুত দফতরের কীর্ণাহারের এক কর্মীর নাম না করে অনুব্রত বলেন, “বিধানসভা নির্বাচনের সময় ওই এলাকায় লোডশেডিং করে দিয়েছিল। আরও একজন বিধানসভায় আমাদের বিরোধিতা করেছিল। কিন্তু কিছু করতে পারেননি। খেলায় আমরা জিতেছি। বেঙ্গলে সে খেলায় আমরা ফার্স্ট হয়েছি। এবার ফাইনাল খেলা হবে। ২৪ শে সেই ফাইনাল। চিন্তা করবেন না। দিল্লির মাটিতে সেই খেলা হবে। বেঙ্গল থেকে সেই খেলা খেলতে যাব। মানুষের জন্য জয়লাভ করে আসব। কারন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠকাতে জানে না। বলেছিল লক্ষ্মীর ভান্ডার চালু করবে। চালু করে দেখাল। আর প্রধানমন্ত্রী বেইমান, মিথ্যাবাদী”। ত্রিপুরায় দলীয় কর্মীদের উপর অত্যাচার নিয়ে অনুব্রত বলেন, “বিধানসভা নির্বাচনে প্রধানমন্ত্রীকে ডেলি প্যাসেঞ্জারি করতে হয়েছে। ভেবেছিল বাংলাতে অন্ধকার নামিয়ে আনবে। কিন্তু বাংলার মানুষ গর্জে উঠেছিল। তোমাকে বিশ্বাস করেনি। ত্রিপুরাতে তৃণমূলের কর্মী নেতারা গেলে হোটেলে থাকতে দিচ্ছ না। লাইন কেটে দিচ্ছে। এটা কি রাজনীতি? তোমারা তো পরিযায়ী পাখির মত এসেছিলে বাংলায়। আমরা তো কিছু করিনি। দেখা হবে ২৩ শে ত্রিপুরায়”। দুবরাজপুর বিধানসভায় পরাজয় নিয়ে অনুব্রত মণ্ডল দুঃখ প্রকাশ করেন। বলেন, “এটা আমার ভাগ্যের দোষ। কারো দোষ নয়। আমি আমার ২১ টা আসনের মধ্যে একমাত্র ১ টিতে হেরেছি। তবে ২০২৬ সালে তা পুষিয়ে নেব”।

Post a Comment

0 Comments