বিশ্বরূপ দে : পাকিস্তান যাওয়ার ক্ষেত্রে ভারতের আর বিশেষ কোন অনুমতি নেওয়ার প্রয়োজন রইল না । দেশের করোনা সংক্রমণ কমে যাওয়ার ফলে এই ঘোষণা করেছে খোদ পাকিস্তান । ফলে ভারতীয়দের ক্ষেত্রে পাকিস্তান যাওয়ার পথ অনেকটাই সহজ হয়ে গেল । সংক্রমণ বাড়তে থাকায় ভারতকে এতদিন "ক্যাটাগরি-সি"-তে অন্তর্ভুক্ত করে রেখেছিল পাকিস্তান । আর তাই এতদিন কোন ভারতীয়কে পাকিস্তান যেতে হলে বিশেষ অনুমতির প্রয়োজন ছিল । এপ্রিল-মে মাসে দেশের করোনা সংক্রমণ খুবই উদ্বেগজনক অবস্থায় ছিল । বিশেষত ডেল্টা-ভ্যারিয়েন্টের দাপট প্রায় অনেকটাই উদ্বেগ বাড়িয়েছিল ভারতের । উদ্বিগ্ন হয়ে পড়েছিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক । এই পরিস্থিতিতে বহু দেশই ভারতকে সাময়িক ভাবে এড়িয়ে চলার সিদ্ধান্ত নেয় । যার মধ্যে ছিল পাকিস্তানও । বিশেষত ভারত থেকে ওইসব দেশে যাতায়াতের ক্ষেত্রে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল । তবে গত কয়েকমাসের মধ্যে এই পরিস্থিতির বেশ খানিকটা উন্নতি হয়েছে । "ক্যাটাগরি-সি"তে প্রাথমিক ভাবে অনেক দেশই অন্তর্ভুক্ত ছিল । ভারত সহ সেই তালিকায় ছিল বাংলাদেশ, নেপাল, মায়ানমার, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক প্রভৃতি দেশ । এইসব দেশের মধ্যে থেকে সর্বপ্রথম ভারতকেই "ক্যাটাগরি-সি" তালিকা থেকে সরানো হলো ।
0 Comments