নিজস্ব প্রতিনিধি : রাজনৈতিক পদ পাইয়ে দেওয়ার প্রলোভন দিয়ে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারের বিরুদ্ধে। অভিযোগ দায়ের বিধাননগর উত্তর থানায়।
বগদা এলাকার বাসিন্দা অরূপ রতন রায় এস এস সি নিয়োগ নিয়েও প্রতারণার শিকার হয়েছিলেন জয়প্রকাশ মজুমদারের থেকে। সেই বিষয় বিধাননগর উত্তর থানায় অভিযোগ জানায় তিনি। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয়েছিলেন জয়প্রকাশ মজুমদার। তবে পরবর্তীতে তিনি অভিযোগকারীকে আশ্বস্ত করেন যে তিনি টাকা ফেরত দিয়ে দেবেন তার জন্যে অভিযোগ তুলে নিতে হবে। সেই প্রতিশ্রুতি অনুযায়ী তিনি অভিযোগ তুলে নিলেও মেলেনি টাকা। উপরন্তু বাগদা বিধানসভার টিকিট, বিজেপি যুব সহ সভাপতি সহ একাধিক রাজনৈতিক পদ দেওয়ার নাম করে এবং পেট্রোল পাম্পের লাইসেন্স পাইয়ে দেওয়ার নাম করে ৪ লক্ষ ২০ হাজার টাকা নিয়ে প্রতারণা করেছেন জয়প্রকাশ মজুমদার বলে দাবি অরূপ রতন রায়ের। সেই মর্মে আজ বিধাননগর উত্তর থানায় অভিযোগ জানান তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ।
0 Comments