নিজস্ব প্রতিবেদক,সিউড়ি, ৪ আগস্ট ঃ শেষ পর্যন্ত পরকীয়া প্রেমের অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রজু করল বীরভূমের খয়রাশোল থানার পুলিশ। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত দম্পত্তিকে। বুধবার তাদের বীরভূমের দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক বিবেক তামাং দুজনকে পাঁচ দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
প্রসঙ্গত, মঙ্গলবার সকালে খয়রাশোল থানার হযরতপুর গ্রামের শ্মশানের পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার হয় বিজেপির বুথ সভাপতির দেহ। ইন্দ্রজিৎ সুত্রধর (৩৭) নামে ওই বিজেপির বুথ সভাপতির বাড়ি কাঁকড়তলা থানার হযরতপুর গ্রামেই। প্রতিবেশী গৃহবধূ রুবি সেনের সঙ্গে তার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। ঘটনার দিন তিনেক আগে গৃহবধূকে নিয়ে তারাপীঠে ছিলেন মৃত ইন্দ্রজিৎ। এই মর্মে কাঁকড়তলা থানায় ইন্দ্রজিতের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন রুবির স্বামী নির্মল সেন। ইন্দ্রেজিতের বাবার অভিযোগ ছিল ওই দম্পত্তির বিরুদ্ধে। সেই মতো পুলিশ দুজনকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে খুন ও খুনের ষড়যন্ত্রের অভিযোগ এনে ভারতীয় দণ্ডবিধির ৩০২, ৩৪১, ১২০ (বি) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
সরকারি আইনজীবী রাজেন্দ্র প্রসাদ দে বলেন, “পুলিশ অভিযুক্তদের সাত দিন হেফাজতে চেয়ে আবেদন করেছিল। বিচারক পাঁচ দিনের হেফাজতে দেন”।
0 Comments