ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

মুকুল রায় অসুস্থ অবস্থায় ওকথা বলে থাকতে পারেন ঃ শোভনদেব

 


নিজস্ব প্রতিবেদক, রামপুরহাট, ৮ আগস্ট ঃ “মুকুল রায় সুস্থ ছিলেন না অসুস্থ অবস্থায় ছিলেন আমি জানি না। তবে সুস্থ অবস্থায় ওরকম বলার কথা নয়”। শনিবার রাত্রে মা তারার পুজো দিতে এসে সংবাদমাধ্যমকে একথা বলেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

শনিবার সপরিবারে তারাপীঠে আসেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। রাত্রে পুজো দেন মা তারার। এরপর তারাপীঠের একটি লজে যজ্ঞে অংশগ্রহণ করেন। কৃষিমন্ত্রীর যজ্ঞ করেন তান্ত্রিক সুবীর বন্দ্যোপাধ্যায়। পুজো দেওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হন শোভনবাবু। কৃষ্ণনগরে মুকুল রায় দলের বিরুদ্ধে যে মন্তব্য করেছেন তা তিনি অসুস্থ অবস্থায় বলেছেন বলে মনে করেন শোভনদেববাবু। ওইদিন মুকুল রায় বলেছিলেন, “কৃষ্ণনগরে ভারতীয় জনতা পার্টি নিজেকে প্রতিষ্ঠা করবে। তৃণমূল কংগ্রেস পর্যুদুস্ত হবে”। এই মন্তব্য মুকুল রায় সুস্থ অবস্থায় বলেননি বলে মনে করেন শোভনদেববাবু। তিনি বলেন, “ত্রিপুরায় বিজেপি হারছে। ওরা তৃণমূলকে ভয় পেয়েছে। ওদের পায়ে নিচে থেকে মাটি সরে যাচ্ছে। তাই তারা তৃণমূল নেতা কর্মীদের মারধর করছে বিজেপি”। আগামী লোকসভা নির্বাচনের পর বিজেপি আর কেন্দ্রের ক্ষমতায় থাকবে না বলে দাবি করেন কৃষিমন্ত্রী।

দিন কয়েকের বৃষ্টিপাতের ফলে রাজ্যে ৪ লক্ষ ৮৬ হাজার হেক্টর জমি জলের তলায় রয়েছে বলে জানান কৃষিমন্ত্রী। দু-তিনদিনের মধ্যে জল নামলে ধান বেঁচে যাবে। কিন্তু জন না নামলে সব ধান নষ্ট হয়ে যাবে বলে জানান তিনি। তবে ফসলের ক্ষতি হলে সমস্ত কৃষককেই ক্ষতিপূরণ দেওয়া হবে বলে তারাপীঠে এসে প্রতিশ্রুতি দেন শোভনদেববাবু। কৃষক বন্ধু প্রকল্পে ৬২ লক্ষ কৃষককে আনা হয়েছে। সেটা বেড়ে ৬৭ লক্ষ হবে। ৩১ আগস্টের মধ্যে কৃষকদের সমস্ত তালিকা জমা দেওয়ার জন্য ডেপুটি ডিরেক্টরদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি”।

Post a Comment

0 Comments