ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

লখিমপুর খেরিতে কৃষক হত্যাকাণ্ডে নয়া মোড়

মন্ত্রীপুত্রের পিস্তল থেকেই চলেছিল গুলি, জানালো ফরেনসিক রিপোর্ট


বিশ্বরূপ দে  :  অবশেষে ফরেনসিক রিপোর্টে সামনে এলো উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে কৃষক হত্যাকাণ্ডের প্রকৃত সত্য । ওইদিন আন্দোলনরত কৃষকদের উদ্দেশ্যে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশীষ মিশ্রের বন্দুক থেকেই গুলি চলেছিল বলেই প্রকাশ করা হয়েছে ফরেনসিক রিপোর্টে । 

  ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির রিপোর্ট অনুযায়ী, আশীষ মিশ্র ও তার বন্ধু অঙ্কিত দাসকে গ্রেফতার করার সময় যে তিনটি আগ্নেয়াস্ত্র পুলিশ বাজেয়াপ্ত করেছিল, সেগুলো থেকেই গুলি চালানো হয় । চলতি সপ্তাহের সোমবারই যোগী আদিত্যনাথের সরকারকে এই ঘটনায় টালবাহানা করার জন্য তীব্র ভর্ৎসনা করে সুপ্রিম কোর্ট । তার ঠিক চব্বিশ ঘন্টার মধ্যেই ফরেনসিক ল্যাবের নয়া তথ্যে নতুন মোড় নিলো লখিমপুর খেরির কৃষক হত্যাকান্ড । আদালতে এই রিপোর্ট পেশ করা হবে বলে জানিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ । 


  এই ঘটনায় প্রত্যক্ষদর্শীদের দাবি ছিল, ঘটনার দিন মন্ত্রীর ছেলে আশীষ মিশ্র ও তার সঙ্গীরা কৃষকদের ওপর বেপরোয়া গুলি চালায় । এই দাবিকে নস্যাৎ করে বিরোধীদের ষড়যন্ত্র বলে পাল্টা দাবি করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র । কিন্তু শেষমেষ প্রত্যক্ষদর্শী কৃষকদের দাবিকেই মান্যতা দিল ফরেনসিক সায়েন্স ল্যাবের ব্যালেস্টিক রিপোর্ট । 

  রিপোর্টে সুস্পষ্ট ভাবে উল্লেখ করা হয়েছে যে কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশীষ মিশ্রের ব্যক্তিগত বন্দুক থেকেই গুলি চলেছে । আশীষ ও তার সঙ্গী অঙ্কিত দাসের "রিপিটার গান" ও পিস্তলে ফায়ারিং মার্ক পাওয়া গেছে বলে পরিষ্কার জানানো হয়েছে রিপোর্টে । এই ঘটনায় আশীষ মিশ্র ও অঙ্কিত দাস সহ মোট ১৩ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে ।

Post a Comment

0 Comments