নিজস্ব প্রতিবেদক, রামপুরহাট, ১৩ নভেম্বর ঃ সব দেবীর উর্ধে মা তারা। তাই তারাপীঠে কোন দেবীর মৃন্ময়ী মূর্তি পুজোর চল নেই। মা তারার অঙ্গেই সমস্ত দেবী মূর্তির পুজো করা হয়। সেই মতো শনিবার মা তারাকে জগদ্ধাত্রী রূপে পুজো করা হল। এদিন বিকেলে মা তারাকে ডাকের সাজে জগদ্ধাত্রী রূপে সাজানো হয়। চলে বিশেষ পুজো। এদিনই মা তারাকে জগদ্ধাত্রী রূপে সপ্তমী, অষ্টমী এবং নবমীর পুজো করা হয়।
পাঁচ রকম ভাজা, পাঁচ রকম মিষ্টি দিয়ে মায়ের বিশেষ ভোগ দেওয়া হয়। রাত্রে মা তারার বিশেষ পুজো হয়। ছাগ বলি দিয়ে বিশেষ পুজো শুরু করা হয়। মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন, “মা তারাকে এদিন দেবী জগদ্ধাত্রী রূপে পুজো করা হচ্ছে। সন্ধ্যায় বিশেষ আরতি করা হবে। দেওয়া হবে শীতল ভোগ। সন্ধ্যারতির পর মায়ের গর্ভগৃহ সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে। এদিনের এই বিশেষ পুজো দেখতে বহু ভক্তের ভিড় হয়েছে। মা তারাকে সাজানো হয়েছে ডাকের সাজে জগদ্ধাত্রী রূপে”।
0 Comments