ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

ঐতিহাসিক কৃষক আন্দোলনের বর্ষপূর্তিতে বামেদের বিজয় দিবস পালন

কৃষক আন্দোলনের বর্ষপূর্তিতে দেশজুড়ে বামেদের কর্মসূচি

বিশ্বরূপ দে :  কেন্দ্রের নয়া কৃষি আইনের প্রতিবাদে গতবছর অর্থাৎ ২০২০-র ২৬শে নভেম্বর থেকে দিল্লীর প্রতিটা সীমান্ত জুড়ে শুরু হয় দেশের প্রতিটা কৃষক সংগঠনের লাগাতার অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি । আন্দোলনরত কৃষক ও সরকারের মতবিরোধে একাধিকবার উত্তপ্ত হয়ে ওঠে দিল্লীর রাজপথ ও বিভিন্ন সীমান্ত । জোরপূর্বক আন্দোলন স্তব্ধ করতে পুলিশ বনাম কৃষক সংঘর্ষে আহত ও নিহত হন অসংখ্য কৃষক । তবুও আন্দোলন থেকে এতটুকু পিছপা হননি কৃষকেরা । শেষমেষ তাদের এই আন্দোলনের চাপে নতিস্বীকার করে নয়া কৃষি আইন বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করে কেন্দ্রের জনবিরোধী মোদি সরকার । সরকারের এই সিদ্ধান্তকে অবশ্যই কৃষক আন্দোলনের জয় বলেই মানতে হয় । এই পরিপ্রেক্ষিতে ২৬শে নভেম্বর দিনটিকে ঐতিহাসিক দিন বলে ঘোষণা করেছে দেশের প্রতিটা বামপন্থী রাজনৈতিক দল এবং তাদের গণ-সংগঠনগুলি । এই ঐতিহাসিক কৃষক আন্দোলনের বর্ষপূর্তিতে দেশজুড়ে বিজয় দিবস পালন করলো সমস্ত বামপন্থী শ্রমিক-কৃষক ও ছাত্রযুব সংগঠন । দেশ তথা বিশ্বজুড়ে কৃষকদের MSP নিশ্চয়তা, বিদ্যুৎ বিল ২০২০, শ্রম কোড, NRC, CAA, UAPA, সহ সমস্ত কালা কানুন বাতিলের দাবিতে এবং মোদি সরকার কর্তৃক দেশ বিক্রির বিরুদ্ধে জনগণের আন্দোলনকে আরো তীব্র ও শক্তিশালী করার লক্ষ্যে পূর্ব বর্ধমানের বিভিন্ন ব্লকে AIKM, AIARLA, AICCTU, RYA-এর পক্ষ থেকে কোথাও একক ভাবে, কোথাও যৌথভাবে অবস্থান, বিক্ষোভ, রাস্তা অবরোধ ও দিল্লীর কৃষক আন্দোলনে অংশগ্রহণকারী ৭০০ শহীদ কৃষকের স্মরণে নীরবতা পালনের মধ্যে দিয়ে ২৬শে নভেম্বর দিনটিকে ঐতিহাসিক দিবস হিসেবে পালন করা হয় । ঐদিন দক্ষিণ ২৪ পরগণার উস্থিতে কৃষক আন্দোলনের ঐতিহাসিক দিবস উপলক্ষে এক জনসভার আয়োজন করা হয় । এই সভায় উপস্থিত ছিলেন সিপিআই (এমএল) লিবারেশনের জেলা নেতা কমরেড নবকুমার বিশ্বাস, কমরেড জয়দেব নস্কর, জেলা নেত্রী কমরেড কাজল দত্ত, সারাভারত কিষান মহাসভার দক্ষিণ ২৪ পরগণা জেলা সম্পাদক কমরেড দিলীপ পাল প্রমুখ । সিপিআই ও সিপিআইএমের পক্ষ থেকেও এই দিনটিকে কৃষক আন্দোলনের বিজয় দিবস হিসেবে ঘোষণা করে দেশব্যাপী কর্মসূচি পালন করা হয় ।

Post a Comment

0 Comments