তৃণমূলের স্বজন পোষণ ও ভন্ড বিজেপির বিরুদ্ধে নির্বাচনে অংশগ্রহণ -- পারমিতা
বিশ্বরূপ দে : ১৯শে ডিসেম্বর কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচন । ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচনকে কেন্দ্র করে কলকাতার ১৪৪টি পৌরসভার প্রার্থী তালিকা প্রকাশ করার প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে । চলছে প্রার্থীদের নমিনেশন দাখিল করার পালা । আজ কলকাতা পৌরসভার অন্যতম একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ডের বামফ্রন্ট মনোনীত সিপিআই প্রার্থী কমরেড পারমিতা দাশগুপ্ত নমিনেশন পত্র দাখিল করলেন । কলকাতা পৌরসভার ৮২নং ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি । এই ওয়ার্ডেই রাজ্যের হেভিওয়েট মন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়ি । দীর্ঘদিন ধরেই ৮২নং ওয়ার্ড তৃণমূলের অধীন । একসময় বর্তমান মন্ত্রী ফিরহাদ হাকিমকেও পৌরসভা নির্বাচনে বাম ও কংগ্রেসের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে মানুষের বিপুল ভোটে পৌর প্রতিনিধির শিরোপা অর্জন করতে হয়েছিল । তাঁর হাত ধরেই এলাকার সার্বিক উন্নয়ন হয়েছে বলে দাবি স্থানীয়দের । তবে এলাকায় বামেদের তেমন প্রভাব না থাকলেও শাসক দলের অপশাসন ও স্বজন পোষণের বিরুদ্ধে প্রার্থী হিসেবে দাঁড়িয়ে, শ্রমজীবী মানুষের স্বার্থে বামপন্থার লাল ঝান্ডাকে ঊর্ধ্বে তুলে ধরার লক্ষেই নির্বাচনে অংশগ্রহণ করাই প্রধান উদ্দেশ্য বলে মনে করছেন ৮২ নং ওয়ার্ডের সিপিআই প্রার্থী কমরেড পারমিতা দাশগুপ্ত । পাশাপাশি, রাজ্য জুড়ে শাসক দল তৃণমূলের জোয়ারে গা ভাসানো অগণিত মানুষকে "পাইয়ে দেওয়ার রাজনীতি" এবং দেশ বিক্রির দালাল বিজেপির বেড়াজাল ছিঁড়ে এলাকায় প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত করার লক্ষেই নির্বাচনী লড়াই বলে দাবি বাম প্রার্থীর ।
পারমিতা দাশগুপ্তের পাশাপাশি আজ নমিনেশন দাখিল করেন ৯২নং ওয়ার্ডের সিপিআই প্রার্থী (বিদায়ী পৌরমাতা) কমরেড মধুছন্দা দেব, ৬৩ নং ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী কমরেড সিরাজ খান, ৭০ নং ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী কমরেড বরুন দাস, ৭১ নং ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী কমরেড কেকা মিত্র, ৭২ নং ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী কমরেড প্রকাশ ভট্টাচার্য, ৭৩নং ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী কমরেড মধুমিতা দাস ও অন্যান্য ।
0 Comments