ব্রেকিং নিউজ

6/recent/ticker-posts

তোরষা নদীর বুকে ছট পূজার আয়োজন

কোচবিহারে তোরষা নদীর ওপর সেতু বেঁধে ছট মায়ের পূজা


বিশ্বরূপ দে  :  তোরষা নদীর ওপর অস্থায়ী বাঁশের সেতু নির্মাণ করে জমজমাট ছট পূজার আয়োজন করেছে কোচবিহার পৌরসভা । 

  কোন এজেন্সিকে এই সেতু বাঁধার কাজ না দিয়ে সরাসরি পৌরসভার পক্ষ থেকেই এই কাজের সম্পূর্ন দায়িত্ব দেওয়া হয়েছে তোরষা ঘাট কমিটিকে । কারণ সারা বছর ধরে এই নদী সংলগ্ন ঘাটটি মেরামতি ও সংস্কারের যাবতীয় দায়িত্ব যথাযথ ভাবে পালন করে এই কমিটি । তাই ছট পূজার জন্য নদীর ওপর অস্থায়ী বাঁশের সেতু তৈরির কাজটিও দেওয়া হয়েছে কমিটিকে । তবে সেতু নির্মাণে যাতে কোনরকম গাফিলতি না থাকে সেই জন্য পৌরসভার পক্ষ থেকেও নজরদারি চালানো হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মহল । 

  এবার নদীর জলের গভীরতা অনেক বেশি এবং পাশাপাশি দীর্ঘ এই সেতুর ওপর দাঁড়িয়ে ছট পূজার সময়ে যাতে অতিরিক্ত পুণ্যার্থী সমাগমে কোন দুর্ঘটনা না ঘটে, সেদিকেও যথেষ্ট খেয়াল রাখা হচ্ছে । কোভিড বিধি সহ যাবতীয় সাবধানতা অবলম্বন করে এবং নিয়ন্ত্রিত পুণ্যার্থী সমাগমের মধ্যে দিয়ে ছট পূজার যাবতীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করতে পুলিশ-প্রশাসন ও কোচবিহার পৌরসভার পক্ষ থেকে সমস্ত মানুষকে আবেদন জানানো হয়েছে ।

Post a Comment

0 Comments